মেথি পরোটা(Methi paratha recipe in Bengali)

Sudarshana Ghosh Mandal
Sudarshana Ghosh Mandal @Sudarshana_cookworld

#GA4
#week19
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি বেছে নিয়েছি মেথি।আর তাই দিয়ে বানিয়েছি মেথি পরোটা যা খুব হেলদি ও টেস্টি।

মেথি পরোটা(Methi paratha recipe in Bengali)

#GA4
#week19
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি বেছে নিয়েছি মেথি।আর তাই দিয়ে বানিয়েছি মেথি পরোটা যা খুব হেলদি ও টেস্টি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25 - 30 মিনিট
2 জন
  1. 2 কাপআটা
  2. 1 কাপজল
  3. 1 টিআলু
  4. 1 টিটমেটো
  5. 1/2 কাপমেথি পাতা
  6. 1 চা চামচলঙ্কার গুঁড়ো
  7. 1 চা চামচধনে জিরা গুঁড়ো ভাজা মশলা
  8. 1/2লেবুর টুকরা
  9. স্বাদ অনুসারেলবণ
  10. 2টেবিল চামচ সাদা তেল
  11. 1টেবিল চামচ সর্ষে তেল

রান্নার নির্দেশ সমূহ

25 - 30 মিনিট
  1. 1

    উষ্ণ গরম জল দিয়ে আটা ভাল করে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে হাতের তালুতে অল্প সাদা তেল নিয়ে আটা তে মেখে রেখে দেব।

  2. 2

    আলুটি সেদ্ধ করে নিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে আলু চটকে দিয়ে দেব।তার সাথে একটি টমেটো কুচি দিয়ে দেব।এরপর লেবুর রস মিশিয়ে দেব।তারপর মেথি পাতা টি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে সবশেষে ধনেপাতা দিয়ে ডো তৈরি করে নেব।

  3. 3

    এরপর আটা টি হাতের তালুতে চেপে নিয়ে তার মধ্যে মেথি আলু টি এক চামচ করে ভরে তারপর সুন্দর করে বেলে নেব।

  4. 4

    এবার ফ্রাইংপ্যানে বেলে রাখা রুটিটি দিয়ে দেব। এপাশ-ওপাশ একটু ভেজে নিয়ে তার ওপরে সাদা তেল ছড়িয়ে দিয়ে ভাল করে উল্টে পাল্টে ভেজে নিলে তৈরি হয়ে যাবে মেথির পরোটা।

  5. 5

    গরম গরম নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে মেথির পরোটা আর পরিবেশন করব যে কোনো পছন্দের সবজির সাথে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sudarshana Ghosh Mandal
Sudarshana Ghosh Mandal @Sudarshana_cookworld

Similar Recipes