এচরের কোফতা কারি (enchorer kofta curry recipe in Bengali)

Moumita Bagchi
Moumita Bagchi @cook_24595492

#GA4
#Week20
এচর একটি সুস্বাদু সবজি যা বিভিন্ন ভাবে রান্না করা যায়। আমি এই সপ্তাহের ধাঁধা থেকে Kofta শব্দটি ব্যবহার করে এচরের কোফতা বানিয়েছি।

এচরের কোফতা কারি (enchorer kofta curry recipe in Bengali)

#GA4
#Week20
এচর একটি সুস্বাদু সবজি যা বিভিন্ন ভাবে রান্না করা যায়। আমি এই সপ্তাহের ধাঁধা থেকে Kofta শব্দটি ব্যবহার করে এচরের কোফতা বানিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৬ জন
  1. ৫০০গ্রাম এঁচোড়
  2. ১ টি বড় আলু
  3. ১ টি টমেটো
  4. ১ চা চামচ আদা বাটা
  5. ৫-৬ কোয়া রসুন
  6. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  7. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  8. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়া
  9. ১/২ চা চামচ জিরে
  10. ১ টি তেজপাতা
  11. ১ চিমটিহিং
  12. ১/৪ চা চামচ লঙ্কা গুঁড়ো
  13. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  14. প্রয়োজন অনুযায়ী সর্ষে তেল
  15. ২-৩ টেবিল চামচ বেসন
  16. ১/৪ চা চামচ বেকিং পাউডার
  17. ১ টেবিল চামচ ঘি
  18. ১/২ কাপ জল
  19. স্বাদমতোনুন

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    প্রথমে ইচর টুকরো করে কুকারে ২-৩ টি সিটি দিয়ে অল্প জলে সিদ্ধ করতে হবে। এরপর জল টি ফেলে দিয়ে ইচোর টি হাত দিয়ে চটকে মাখতে হবে। এর সঙ্গে রসুন, অল্প আদা, অল্প নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, বেকিং পাউডার, ধনে গুঁড়ো ও বেসন দিয়ে মাখতে হবে।

  2. 2

    এবার তেল গরম করে ওই মাখা ইছর এর ছোটো ছোট বল করে ভাজতে হবে।

  3. 3

    এবার তেলে আলু ভেজে উঠিয়ে রাখতে হবে। তারপর জিরে, টেছ পাতা, হিং, আদা, টমেটো কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মশলা কষতে হবে। ভালো করে কষে ভাজা আলুগুলো দিতে হবে।

  4. 4

    ২-৩ মিনিট পর জল দিতে হবে। এতে নুন, চিনি দিতে হবে। জল ভালো করে ফুটিয়ে আলু সিদ্ধ করতে হবে ও তারসঙ্গে ঝোল একটু ঘন হয়ে যাবে। এতে ইচরের কোফতা গুলি দিতে হবে ও তারসঙ্গে ঘি, গরম মসলা গুঁড়ো দিয়ে ১ মিনিট ফুটিয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Moumita Bagchi
Moumita Bagchi @cook_24595492

মন্তব্যগুলি (8)

Similar Recipes