নিরামিষ সিঙাড়া(Niramish Singara in bengali recipe)

Mousumi Sengupta
Mousumi Sengupta @cook_24680341

#GA4
#week 21
গোল্ডেন এপ্রন এর ২১ তম সপ্তাহে আমি সিঙাড়ার রেসিপি বেছে নিলাম।

নিরামিষ সিঙাড়া(Niramish Singara in bengali recipe)

#GA4
#week 21
গোল্ডেন এপ্রন এর ২১ তম সপ্তাহে আমি সিঙাড়ার রেসিপি বেছে নিলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
২ জন
  1. ৩ চা চামচসাদা তেল
  2. ২ চা চামচজোয়া
  3. ১ চা চামচখাওয়ার সোডা
  4. ২ টিআলু
  5. ১ টি ছোটফুলকপি
  6. ১০ গ্রামকাঁচা বাদাম
  7. ১ চা চামচ নুন
  8. ১চা চামচলঙ্কার গুঁড়ো
  9. ১ চা চামচধনে গুঁড়া
  10. ১ চা চামচচিনির গুঁড়ো
  11. ৩ টিকাঁচালঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    এখানে আমি সিঙাড়া র পুর তৈরি করার জন্য আলু,ফুলকপি, মটরশুটি, কাচা বাদাম নিয়েছি।

  2. 2

    অপরদিকে কড়াইতে তেল গরম করে উপরের ছবির সব জিনিস ভেজে তাতে সব মশলা দিয়ে পুর তৈরি করে নিয়েছি।

  3. 3

    এবার একটা পাত্রে নুন, জোয়ান,ময়দা, সাদা তেল,খাওয়ার সোডা সব মিশিয়ে মেখে নিয়েছি ও তার থেকে লেচি কেটে নিয়েছি।

  4. 4

    এবার ঐ লেচি বেলে তাকে মাঝখান দিয়ে ছুঁড়ি দিয়ে কেটে সাইডে জল লাগিয়ে সিঙাড়ার আকারে গড়ে,,,তার ভিতর আগে থেকে তৈরি করে রাখা পুর ভরে দিয়েছি,,,আর সিঙাড়ার মুখ ভালো করে বন্ধ করে দিয়েছি।

  5. 5

    এইভাবে প্রতিটি সিঙাড়া তৈরি করে তেলে ভেজে নিয়েছি।

  6. 6

    লাল লাল হয়ে ভাঁজা হয়ে গেলে গরম গরম নামিয়ে চা আর টমেটো সসের সাথে পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mousumi Sengupta
Mousumi Sengupta @cook_24680341
আমি একজন হোমমেকার,,,ভালোবাসি নতুন নতুন রেসিপি খুঁজে রান্না করতে ,,আর সেই রান্না সুন্দরভাবে পরিবেশন করে সবাই কে খাওয়াতে।
আরও পড়ুন

Similar Recipes