আলু পরোটা(Aloo Porota recipe in Bengali)

Bulbul Chattopadhyay
Bulbul Chattopadhyay @Bulbul_123456

#১লাফেব্রুয়ারি
#আলুপরোটা

শীতের রাত্রে গরম গরম আলু পরোটা আর টক্ ঝাল আচার, শেষে একটু মিস্টি মুখ, আহাাাা, আমাদের সবার খুব প্রিয়।

আলু পরোটা(Aloo Porota recipe in Bengali)

#১লাফেব্রুয়ারি
#আলুপরোটা

শীতের রাত্রে গরম গরম আলু পরোটা আর টক্ ঝাল আচার, শেষে একটু মিস্টি মুখ, আহাাাা, আমাদের সবার খুব প্রিয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
২জন
  1. 4 টে মাঝারি আলু সিদ্ধ
  2. 1 টা পেঁয়াজ মিহি করে কাটা
  3. 6 কোয়ারসুন গ্রেট করা
  4. 1টেবিল চামচ আদা বাটা
  5. 1টেবিল চামচ জিরে গুঁড়ো
  6. 1টেবিল চামচ ধনে গুঁড়ো
  7. 1টেবিল চামচ লঙ্কার গুঁড়ো
  8. 1টেবিল চামচ চিনি
  9. 1 চা চামচগরম মশলার গুঁড়ো
  10. 2 কাপময়দা
  11. প্রয়োজন অনুযায়ী ঘি

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    প্রথমে আলু ভালোকরে সিদ্ধ করে ভালো করে ম্যাস করে নিন।এবার উনুনে একটি করাই বসিয়ে তাতে সাদা তেল দিন তেল গরম হলে তাতে পিয়াঁজ কুচি, আদা বাটা,গ্রেট করা রসুন,ও সমস্ত মসলা চিনি ও লবণ দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলু সিদ্ধ দিয়ে ভালো করে আলু মসলার সাথে মাখিয়ে নিন

  2. 2

    ময়দা ভালো করে চেলে নিয়ে সয়াবিন তেল দিয়ে ময়ান করে অল্প অল্প জল দিয়ে মেখে একটি ডো তৈরি করে কিছু সময় ঢাকা দিয়ে রাখুন ।এবার ওই ডো থেকে একটু বড়ো মাপের লেচি কেটে পাতলা করে রুটি বেলে নিয়ে রুটির মাঝখানে আলুর পুর দিয়ে চার দিকে ভালো করে মুড়ে দিন।

  3. 3

    এবার উনুনে প্যন বসিয়ে পর্যাপ্ত পরিমাণ ঘি দিয়ে ঘী গরম হলে একটা একটা করে আলুর পরোটা এপিঠ ওপিঠ লাল করে ভেজে নিয়ে গরম গরম টোমাটো আচার ও মিস্টি সহযোগে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Bulbul Chattopadhyay
Bulbul Chattopadhyay @Bulbul_123456

Similar Recipes