ফুলকপির সিঙ্গাড়া(Fulkopir Singara Recipe In Bengali)

Anupama Paul
Anupama Paul @cook_021992
serampore

#GA4
#Week21
শীতের সন্ধ্যাতে ধোঁয়া ওঠা চা এর সাথে ফুলকপির সিঙ্গারার জুরি মেলা ভার।

ফুলকপির সিঙ্গাড়া(Fulkopir Singara Recipe In Bengali)

#GA4
#Week21
শীতের সন্ধ্যাতে ধোঁয়া ওঠা চা এর সাথে ফুলকপির সিঙ্গারার জুরি মেলা ভার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৮ জন
  1. ১ কাপ ময়দা
  2. ২ কাপ ফুলকপি
  3. ২টো ছোট আলু
  4. ২টেবিল চামচ কাঁচা বাদাম
  5. ১/২ চা চামচ পাঁচফোড়ন
  6. ১ টি শুকনোলঙ্কা
  7. ২ টি কাঁচালঙ্কা কুঁচি
  8. ১ চা চামচ আদা বাটা
  9. ১/২ চা চামচ কসুরি মেথি
  10. ১/২ চা চামচ নুন
  11. ১/৪ চা চামচ বিটনুন
  12. ৪টেবিল চামচ সর্ষের তেল
  13. পরিমাণ মতভাজার জন্য তেল
  14. ২ টেবিল চামচ +পরিমাণমত জল
  15. মশলার মিশ্রণ
  16. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  17. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  18. ২ চা চামচ জিরে গুঁড়ো
  19. ১ চা চামচ ধনে গুঁড়ো
  20. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  21. ২ চা চামচ চাট মশলা
  22. ১ চা চামচ আমচুর গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    ময়দা নুন আর 2 বড়ো চামচ তেল দিয়ে ভালো করে মিশিয়ে পরিমাণমত জল দিয়ে মেখে ডো বানিয়ে নিতে হবে।

  2. 2

    মশলার মিশ্রণ তৈরী করার জন্য সব উপকরণ এক সাথে মিশিয়ে নিতে হবে।

  3. 3

    আলু ফুলকপি ছোট টুকরো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে।

  4. 4

    কড়াইতে ১ বড়ো চামচ তেল দিয়ে বাদাম ভেজে তুলে রেখে ওই তেলে তেই আলু ফুলকপি দিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে।

  5. 5

    কড়াইতে ১ বড়ো চামচ তেল দিয়ে পাঁচফোড়ন শুকনোলঙ্কা দিয়ে একটু নেড়ে আদা বাটা দিয়ে ২ মিনিটের জন্য কসতে হবে।

  6. 6

    এরপর আগে থেকে তৈরী করে রাখা মশলার মিশ্রণ,নুন,বিটনুন আর ২ বড়ো চামচ জল দিয়ে ৩-৪ মিনিটের জন্য কসে ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে ২ মিনিটের জন্য নাড়াচাড়া করতে হবে।

  7. 7

    এরপর কসুরি মেথি,কাঁচালঙ্কা কুঁচি আর ভাজা বাদাম মিশিয়ে দিলেই পুর তৈরী।

  8. 8

    এরপর ময়দার ডো থেকে ৮টি সমান মাপের লেচি কেটে লম্বা করে বেলে কেটে পুর ভরে সিঙ্গারা গড়ে নিতে হবে।

  9. 9

    এরপর ডুবো তেলে ভেজে নিলেই তৈরী ফুলকপির সিঙ্গারা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Anupama Paul
Anupama Paul @cook_021992
serampore

Similar Recipes