ফুলকপির সিঙাড়া (Foolkopir singara recipe in Bengali)

Ratna Bauldas
Ratna Bauldas @Ratna_bauldas

#উইন্টারস্ন্যাক্স

শীতের সন্ধ্যায় গরম গরম চা আর তার সাথে যদি থাকে ফুলকপি, কড়াইশুটির পুর ভরা মুচমুচে সিঙাড়া তাহলে তো কথাই নেই।।

ফুলকপির সিঙাড়া (Foolkopir singara recipe in Bengali)

#উইন্টারস্ন্যাক্স

শীতের সন্ধ্যায় গরম গরম চা আর তার সাথে যদি থাকে ফুলকপি, কড়াইশুটির পুর ভরা মুচমুচে সিঙাড়া তাহলে তো কথাই নেই।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
6 সারভিংস
  1. 1 কাপছোট করে কাটা ফুলকপি
  2. 1 টিছোট করে কাটা আলু
  3. 1 মুঠোকড়াইশুঁটি
  4. 1 মুঠোচিনাবাদাম
  5. 1টেবিল চামচ ধনেপাতা কুঁচি
  6. 1 ইঞ্চিআদা
  7. 1 চা চামচপাঁচফোড়ন
  8. 2 টিকাঁচালঙ্কা
  9. 1/2 চা চামচহলুদগুঁড়ো
  10. 1/2 চা চামচলঙ্কাগুঁড়ো
  11. 1টেবিল চামচ ভাজামশলা (ধনে-জিরে-শুকনোলঙ্কা শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করা)
  12. 1 কাপময়দা
  13. 3টেবিল চামচ সর্ষের তেল
  14. 1/2 চা চামচচিনি
  15. পরিমাণ মতোসাদা তেল
  16. স্বাদমতোনুন

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    একটা মিক্সিং বোলে ময়দা, নুন, সাদাতেল দিয়ে ময়াম দিয়ে অল্প অল্প জল মিশিয়ে একটা শক্ত ডো বানিয়ে ভিজে কাপড় চাপা দিয়ে 30 মিনিট রেখে দিতে হবে।

  2. 2

    কড়াইতে সঃতেল গরম করে চিনাবাদাম ভেজে তুলে নিয়ে ঐ তেলেই ফুলকপিও ভেজে তুলে রাখতে হবে।

  3. 3

    এবার পাঁচফোড়ন দিয়ে আলু ভাজতে হবে।
    থেঁতো করা আদা, কাঁচালঙ্কা কুঁচি, ভেজে রাখা ফুলকপি দিয়ে নাড়াচাড়া করে,,,,নুন, হলুদ, লঙ্কাগুঁড়ো মিশিয়ে হাফ কাপ জল দিয়ে ঢেকে দিতে হবে।

  4. 4

    ঢাকা খুলে ভাজা মশলা,ভেজে রাখা বাদাম, ধনেপাতা কুঁচি মিশিয়ে একটা শুকনো পুর বানিয়ে নিতে হবে।

  5. 5

    ময়দা থেকে লেচি কেটে একটু লম্বা করে বেলে ছুরি দিয়ে মাঝখানটা দুটুকরো করে তার একটা অংশ নিয়ে আঙুল দিয়ে জল লাগিয়ে নিয়ে সিঙাড়ার ভাঁজ করে ওর মধ্যে পুর ভরে আবার জল লাগিয়ে মুড়ে ফেলতে হবে। এইভাবে প্রত্যেকটা সিঙারা বানিয়ে নিতে হবে।

  6. 6

    কড়াইতে পরিমাণ মতো সাদাতেল দিয়ে ঢিমে আঁচে সিঙাড়া গুলোর দুপিঠ সোনালী করে ভেজে তুলে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ratna Bauldas
Ratna Bauldas @Ratna_bauldas

মন্তব্যগুলি (7)

Similar Recipes