এগ রোল (egg roll recipe in Bengali)

Sarmistha Dasgupta
Sarmistha Dasgupta @cook_27177071

#GA4
#week21

এটি খুব মুখরছক একটি খাওয়ার।এখন এই পেন্দামিক পরিস্থিতি তে ঘরে বানিয়ে খেতে বেশ ভাল ই লাগে সন্ধ্যের টিফিন এর জন্য দারুণ একটি পদ।ছোট বড় সকলের মনের মতো টিফিন।

এগ রোল (egg roll recipe in Bengali)

#GA4
#week21

এটি খুব মুখরছক একটি খাওয়ার।এখন এই পেন্দামিক পরিস্থিতি তে ঘরে বানিয়ে খেতে বেশ ভাল ই লাগে সন্ধ্যের টিফিন এর জন্য দারুণ একটি পদ।ছোট বড় সকলের মনের মতো টিফিন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
৩জনের জন্য
  1. ২০০গ্রামময়দা
  2. ১ কাপসাদাতেল ছোট কাপের
  3. ১কাপজল
  4. ১চা চামচনুন
  5. ১চা চামচ চিনি
  6. ৪টিডিম
  7. ১টিশসা
  8. ২টিপিঁয়াজ
  9. ৫টিলঙ্কা
  10. স্বাদ অনুযায়ীচিলি সস
  11. ১ চা চামচ টমেটো সস
  12. 8 টিটিসু পেপার

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    ভালো করে নুন র সাদাতেল দিয়ে মইদা মেখে নিতে হবে অল্প জল দিয়ে ভালো করে থাস্তে হবে । মাখা হয় গেলে ডো বানিয়ে কিছু ক্ষণ ১০ মিনিট চাপা দিয়ে রাখতে হবে।

  2. 2

    তার পর বড় করে লেচি বানিয়ে নিয়ে বড় করে বেলতে হবে।খুব বেশি মোটা হবে না আবার বেশি পাতলাও না।মিডিয়াম করে বেলতে হবে

  3. 3

    তার পর চাটুতে সাদা তেল গরম করে নিয়ে এপিঠ আর ওপিঠ করে ভালো করে পরোটার মতো ভেজে নিতে হবে।একটু লাল করে কাঁচা না থাকে দেখতে হবে।

  4. 4

    তার পর চাটুতে আবার তেল গরম করে ফেটানো ডিম টা এক পিঠ ভেজে নিতে হবে অন্য পিঠে ভেজে রাখা পাড়াঠা টা দিয়ে তুলে নিতে হবে।তার পর শসা কুচি, লংকা কুচি, পিয়াজ কুচি,গাজর কুচি আর বাদাম দিয়ে টমেটো সস আর চিলি সস দিয়ে মোটা কাগজে করে মুড়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sarmistha Dasgupta
Sarmistha Dasgupta @cook_27177071

Similar Recipes