ভেজিটেবল চিকেন মোমো (vegetable chicken momo recipe in Bengali)

Rumki Das
Rumki Das @cook_20820003

#১লাফেব্রুয়ারি
#ভেজিটেবল চিকেন মোমো

আজ আমি ভেজিটেবল চিকেন মোমো বানিয়ে ফেললাম দারুন টেস্টি।

ভেজিটেবল চিকেন মোমো (vegetable chicken momo recipe in Bengali)

#১লাফেব্রুয়ারি
#ভেজিটেবল চিকেন মোমো

আজ আমি ভেজিটেবল চিকেন মোমো বানিয়ে ফেললাম দারুন টেস্টি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

মিনিট
৪ জন
  1. ২ কাপ ময়দা
  2. ২ কাপ জল
  3. ১ টা গাজর কুচি করে কাটা
  4. ২ কাপ বাঁধাকপি কুচি
  5. ৪ টে কুচি করে কাটা পেঁয়াজ
  6. স্বাদ মতো কাঁচালঙ্কা কুচি
  7. ২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  8. ২ টেবিল চামচ তেল
  9. স্বাদ মতনুন
  10. ২০০ গ্রাম চিকেন কিমা পেস্ট করে নিতে হবে

রান্নার নির্দেশ সমূহ

মিনিট
  1. 1

    নুন আর জল দিয়ে ময়দা টাকে ভালো করে মেখে নিতে হবে।

  2. 2

    করা তেল গরম হলে রসুন কুচি হালকা করে ভেজে নিতে হবে তারপর পেয়াজ কুচি হালকা করে ভাজতে হবে

  3. 3

    পেঁয়াজ রসুন হালকা ভাজা হয়ে গেলে বাঁধাকপি কচি গাজর কুচি চিকেন কিমা কাঁচালঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে।

  4. 4

    গোলমরিচ গুঁড়ো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তৈরি করে নিতে হবে।

  5. 5

    ময়দার লেচি কেটে গোল করে বেলে নিতে হবে। এরপর তৈরি করা পুর দিয়ে একটা আকার তৈরি করে নিতে হবে।

  6. 6

    স্টিমি বসিয়ে দিতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rumki Das
Rumki Das @cook_20820003

মন্তব্যগুলি

Similar Recipes