ফুলকপির ধোঁকা (Fulkopir Dhoka recipe in Bengali)

Chandana Patra
Chandana Patra @chandanapatra

#GA4 #week24
ডালের ধোকা খেয়ে এক ঘেঁয়ে হয়ে গেছি। তাই একটু ফুল কপির ধোকা চেষ্টা করলাম। স্বাদের অনবদ্য। আপনারাও ট্রাই করুন।

ফুলকপির ধোঁকা (Fulkopir Dhoka recipe in Bengali)

#GA4 #week24
ডালের ধোকা খেয়ে এক ঘেঁয়ে হয়ে গেছি। তাই একটু ফুল কপির ধোকা চেষ্টা করলাম। স্বাদের অনবদ্য। আপনারাও ট্রাই করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
4 জন
  1. 2 কাপকোরানো ফুলকপি
  2. 1 কাপমটর ডাল বাটা
  3. 2 চা চামচআদা বাটা
  4. 1 চা চামচজিরে গুঁড়া
  5. 1 চা চামচধনে গুঁড়ো
  6. 1/2 চা চামচলঙ্কা গুঁড়ো
  7. 1 চা চামচলঙ্কা বাটা
  8. 1 চা চামচহলুদ
  9. স্বাদ মতনুন
  10. স্বাদ মতচিনি
  11. 1 টিটুকরো করা আলু
  12. 1/2 চা চামচগোটা জিরে
  13. 1/2 চা চামচগরম মশলা
  14. 1 টিতেজপাতা
  15. 1চিমটে হিং
  16. 1 চা চামচঘি
  17. পরিমাণ মতোরান্নার জন্য সর্ষে তেল

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    কড়াই তে তেল গরম হলে সামান্য হিং দিয়ে তাতে কোরান ফুলকপি,মটর ডাল বাটা,আদা বাটা,জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা লবণ,চিনি দিয়ে নাড়তে হবে।

  2. 2

    এবার থালায় জোমিয়ে পিস পিস করে কেটে নিন।এখন কড়াই পরিমাণ মত তেল দিয়ে ছাকা তেলে ভেজে উঠিয়ে নিন।

  3. 3

    এখন কড়াইতে 2টেবিল চামচ তেল গরম হলে সামান্য হিং,জিরে, তেজপাতা ফোরন দিয়ে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ‌।

  4. 4

    1/2 চা চামচ জিরে গুঁড়ো,1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, হলুদ দিয়ে কষিয়ে পরিমাণমতো জল দিন।

  5. 5

    আলু সেদ্ধ হয়ে গেলে,ভেজে রাখা ধোঁকা গুলো ‌দিয়ে হাল্কাভাবে ফুটিয়ে ঘি,গরম মশলা দিয়ে নামিয়ে নিন। হয়ে গেল ফুল কপির ধোকা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Chandana Patra
Chandana Patra @chandanapatra

Similar Recipes