রসগোল্লা(Rasgulla recipe in Bengali)

Subhra Sen Sarma
Subhra Sen Sarma @cook_26940124

#ফ্রেব্রুয়ারি৫

রসগোল্লা(Rasgulla recipe in Bengali)

#ফ্রেব্রুয়ারি৫

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
3 জনের
  1. 1 লিটারফুল ক্রিম দুধ
  2. 2 চা চামচভিনিগার
  3. 1 চা চামচএরারুট
  4. 2 টোতেজপাতা
  5. 400 গ্রামচিনি
  6. 12 টানকুন দানা
  7. 4 টেছোট এলাচ

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমেই দুধ জালে বসাতে হবে।দুধ ফুটে উঠলে 2 তেজ পাতা দিতে হবে

  2. 2

    এবার ভিনিগারের সথে সমোপরিমান জল দিয়ে ছানা কেটে নিতে হবে।

  3. 3

    ছানার জল ঝরিয়ে ছেকে নিতে হবে।আবার জল দিয়ে ছানা ধুয়ে নিতে হবে। যাতে ছানার টক ভাব চলে যায়।এবার একটা পাতলা নাকরায় ছানা বেধে 2 ঘন্টা ঝুলিয়ে রাখতে হবে,যাতে ছানার জল ঝরে যায়।

  4. 4

    2 ঘন্টাপরে ছানার পুটলি খুলে একটা প্লেটে নিয়ে এরারুট মিশিয়ে খুব ভালো কেরে হাতের তালু দিয়ে 5,7 মিনিট ধরে ডলে নিতে হবে।

  5. 5

    এবার ছোট ছোট নেচি কেটে গোল্লা করে নিতে হবে।

  6. 6

    প্রত‍্যেকটা গোলায় একটা করে নকুনদানা ভরে আবার ভালো করে গোল করে নিতে হবে।

  7. 7

    এবার 1/2 লিটার জলে চিনি দিয়ে জল ফুটে উঠলে,এলাচ থেতো করে রসে দিয়ে বেশ কিছুখন ফুটিয়ে রস করে নিতে হবে।

  8. 8

    এবার ফুটোন্ত রসে,গোল্লা গুলো দিয়ে ঢাকা চাপা দিতে হবে।

  9. 9

    10 মিনিট উচু আঁচে ঢাকা চাপা দিয়ে হওয়ার পর একটু নেরে দিয়ে,আবার ঢাকা চাপাদিয়ে 5 মিনিট ফুটিয়ে আঁচ বন্ধ করে দিতে হবে।তৈরি হলো রসগোল্লা।

  10. 10

    এবার ঠান্ডা করে পরিবেশন করুণ

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Subhra Sen Sarma
Subhra Sen Sarma @cook_26940124

মন্তব্যগুলি (6)

Similar Recipes