ডিমের কোর্মা (Dimer korma recipe in Benagli)

Rubia Begam
Rubia Begam @cook_200789

#GA4
#week26
এই সপ্তাহের ধাঁধা থেকে নিলাম কোর্মা।আমি বানিয়েকগী ডিমের কোর্মা। পরোটা রুটি দিয়ে খুব ভালো লাগে খেতে।

ডিমের কোর্মা (Dimer korma recipe in Benagli)

#GA4
#week26
এই সপ্তাহের ধাঁধা থেকে নিলাম কোর্মা।আমি বানিয়েকগী ডিমের কোর্মা। পরোটা রুটি দিয়ে খুব ভালো লাগে খেতে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
২ জন
  1. ৪ টি ডিম
  2. ১০-১২ টি কাজু
  3. ২ টেবিল চামচ দুধ
  4. ২ টি পিয়াঁজ বাটা
  5. ১ টি পিয়াঁজের বেরেস্তা
  6. ১/২ পিয়াঁজ কুচি
  7. ৪ টেবিল চামচ সাদা তেল
  8. ১ টেবিল চামচ ঘি
  9. ১ টি তেজপাতা
  10. ২ টি দারচিনি
  11. ১ টি এলাচ
  12. স্বাদমতোনুন
  13. ১ টেবিল চামচ চিনি
  14. ১ চা চামচ কেওড়া জল
  15. ১ টেবিল চামচ আদা রসুন পেস্ট
  16. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  17. ১ চা চামচ জিরে গুঁড়ো
  18. ১ চা চামচ ধনে গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    ডিম সেদ্ধ করে তাতে নুন মাখিয়ে হালকা করে ভেজে নিতে হবে।

  2. 2

    কড়াইয়ে তেল দিয়ে পিয়াঁজের বেরেস্তা করে নিতে হবে।

  3. 3

    পিয়াঁজ পেস্ট করে নিতে হবে।দুধ নিতে হবে।

  4. 4

    কাজু বাদাম পেস্ট করে নিতে হবে।
    পিয়াঁজ কুচি করে নিতে হবে।

  5. 5

    ডিম ভাজার পর ওই তেলে ঘি দিয়ে তাতে তেজপাতা ও গোটা গরম মসলা দিয়ে কুচি করা পিয়াঁজ দিতে হবে।

  6. 6

    এরপর তাতে পিয়াঁজ বাটা দিয়ে ভালো করে ভাজতে হবে যতক্ষন না কাঁচা পিয়ানজের গন্ধ দূর হচ্ছে।এরপর নুন দিয়ে তাতে আদা রসুন পেস্ট,ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিতে হবে।ভালো করে মশলা কষাতে হবে।

  7. 7

    এরপর কাজু বাটা ও দুধ দিয়ে ভালো করে নাড়তে হবে ।প্রয়োজন মতো জল দিয়ে ঢাকা দিতে হবে।ফুটে উঠলে আগে থেকে ভাজা ডিম গুলো দিয়ে এবং পিয়াঁজের বেরেস্তা দিয়ে ঢাকা দিতে হবে।

  8. 8

    গ্রেভি মতো হয়ে এলে কেওড়া জল দিয়ে নামাতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rubia Begam
Rubia Begam @cook_200789

Similar Recipes