মুগ পটল (moog potol recipe in Bengali)

Chhanda Guha
Chhanda Guha @cook_26547648

#GA4
#Week26
আমি এ সপ্তাহের ধাঁধা থেকে পটল বেছে নিয়েছি । তাই দিয়ে রান্না করেছি অত‍্যন্ত সুস্বাদু একটি নিরামিষ পদ মুগ পটল ,এই রান্না টি ঠাকুর বাড়ির রান্না হিসেবে প্রসিদ্ধ ,তবে আমি আমার মায়ের থেকে শিখেছি , রেসিপি থাকল সকলের জন্য ।।

মুগ পটল (moog potol recipe in Bengali)

#GA4
#Week26
আমি এ সপ্তাহের ধাঁধা থেকে পটল বেছে নিয়েছি । তাই দিয়ে রান্না করেছি অত‍্যন্ত সুস্বাদু একটি নিরামিষ পদ মুগ পটল ,এই রান্না টি ঠাকুর বাড়ির রান্না হিসেবে প্রসিদ্ধ ,তবে আমি আমার মায়ের থেকে শিখেছি , রেসিপি থাকল সকলের জন্য ।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪জন
  1. ১ কাপ মুগ ডাল (পরিমাণ নিজেদেের প্রয়োজন মতো ঠিক করে নিতে হবে)
  2. ৮-১0 টা পটল
  3. পরিমাণ মতঘি
  4. ১ কাপ দুধ
  5. ৩ টেবিল চামচ নারকেল কোরা
  6. ১টেবিল চামচ সাদা জিরা
  7. ১ টেবিল চামচ আদা বাটা
  8. ২টো শুকনো লঙ্কা
  9. স্বাদমতোনুন,চিনি
  10. স্বাদ মত কাঁচা লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে সবকিছু গুছিয়ে নিতে হবে

  2. 2

    ডাল সুগন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিয়ে নুন আর একটা দুটো কাচালংকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে।

  3. 3

    পটল ছবি অনুযায়ী কেটে ধুয়ে নুন।মাখিয়ে হালকা করে ঘী তে ভেজে তুলে রাখতে হবে ।কচি পটল তাই খোসা তুলি নি ছুরি দিয়ে চেছে নিয়েছি (শুধু ঘী তে‌ অসুবিধে হলে সাদা তেল ব্যবহার করতে পারবেন)

  4. 4

    পটল ভাজার পরে সেই ঘী তে সাদা জিরে,শুকনো লংকা ফোড়ন দিয়ে তাতে আদা,জিরে আর কাচা লংকা বাটা দিয়ে কষিয়ে নারকেল কোড়া দিয়ে আবার ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা ডাল টা ঢেলে দিতে হবে।

  5. 5

    তারপর নুনু দিতে হবে,ফুটে উঠলে ভেজে রাখা পটল গুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কিছু সময় রান্না করতে হবে । তারপর ফুটিয়ে রাখা দুধ আর স্বাদমতো চিনি দিয়ে আবার ভালো করে ফোটতে হবে ।

  6. 6

    এরপর উপর থেকে ঘী আর কাচা লংকা ছড়িয়ে দিয়ে পরিবেশন করতে হবে ।। এই রান্না তে হলুদ ব‍্যবহার হবে না

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Chhanda Guha
Chhanda Guha @cook_26547648

Similar Recipes