দুধ মুগ পটল (Doodh moong potol recipe in Bengali)

Pinky Nath
Pinky Nath @cook_88886666
Kolkata

#ঠাকুরবাড়ির২০২১
আজ আমি নিয়ে আসলাম ঠাকুরবাড়ির একটি নিরামিষ ডালের রেসিপি।

দুধ মুগ পটল (Doodh moong potol recipe in Bengali)

#ঠাকুরবাড়ির২০২১
আজ আমি নিয়ে আসলাম ঠাকুরবাড়ির একটি নিরামিষ ডালের রেসিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
৪ জন
  1. 1 কাপসোনামুগ ডাল,
  2. 1 লিটারজল,
  3. 3 টেপটল অর্ধেক করে কাটা,
  4. 3/4 কাপদুধ,
  5. 1টেবিল চামচ গোটা জিরে,
  6. 1 টিশুকনো লঙ্কা,
  7. 1 টিতেজপাতা,
  8. আন্দাজমতো নুন,
  9. 1 চা চামচচিনি,
  10. 1 চা চামচঘি,
  11. 2 টিকাঁচা লঙ্কা,
  12. 1/2 ইঞ্চিআদা,
  13. 1টেবিল চামচ সাদা তেল।

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    প্রথমে কড়াই গরম হওয়ার পর সোনামুগ ডাল মধ্যম ফিল্মে ভেজে নিতে হবে। যখন ডাল থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন গ্যাস অফ করে দিতে হবে। 3 থেকে 4 মিনিট সময় লাগবে।

  2. 2

    ডাল ভাজা হয়ে গেলে 2 থেকে 3 বার পরিষ্কার জল দিয়ে ডাল গুলি ভালো করে ধুয়ে নিতে হবে।

  3. 3

    এবার ডালের মধ্যে 1 লিটার পরিমাণে জল দিয়ে আন্দাজমতো নুন মিশিয়ে সেদ্ধ করে নিতে হবে।10 থেকে 12 মিনিটের মত হয়ে গেলে ডালগুলো ফাটাফাটা হয়ে আসবে। ঠিক এই সময় খোসা ছাড়ানো অর্ধেক করে রাখা পটল গুলি ডালে দিয়ে দিতে হবে আর আরো 5 থেকে 6 মিনিটের মত সেদ্ধ করে নিতে হবে।

  4. 4

    এবার উষ্ণ গরম দুধ ডাল আর পটলে মিশিয়ে দিতে হবে। আরো 5 মিনিটের মত রান্না করার পর গ্যাসের ফিল্ম বন্ধ করে দিতে হবে।

  5. 5

    একটি ব্লেন্ডিং যারে 3/4 টেবিল চামচ গোটা জিরে, দুটি কাঁচা লঙ্কা,1/2 ইঞ্চি আদা আর অল্প জল দিয়ে একটি পেস্ট তৈরি করতে হবে।

  6. 6

    এবার ফুরনের জন্য 1 টেবিল চামচ সাদা তেল গরম করে অল্প গোটা জিরে, একটি শুকনো লঙ্কা আরেকটি তেজপাতা দিতে হবে। এবার ডালের মিশ্রণটি ফুরনে ঢেলে দিতে হবে। জিরে, আদা আর লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। 2 থেকে 3 তিন মিনিটের মত উথলানোর পর 1 চা চামচ করে চিনি আর ঘি মিশাতে হবে। গ্যাসের ফিলম অফ করে দিতে হবে।2 থেকে 3 মিনিট ঢেকে রেখে দিতে হবে।

  7. 7

    হয়ে গেল তৈরি আমাদের দুধ মুগ পটল গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Pinky Nath
Pinky Nath @cook_88886666
Kolkata

মন্তব্যগুলি (7)

Similar Recipes