দই ফুচকা (doi fuchka recipe in Bengali)

Priya Karmakar ( Rachayita)
Priya Karmakar ( Rachayita) @Rachayita_Karmakar
Kalna, Purba Bardhaman

#GA4
#Week26
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি বেছে নিয়েছি ফুচকা

দই ফুচকা (doi fuchka recipe in Bengali)

#GA4
#Week26
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি বেছে নিয়েছি ফুচকা

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৪জন
  1. ২০ টা ফুচকার পাঁপড়
  2. ১টাআলু সেদ্ধ
  3. ১চা চামচ নুন
  4. ২ চা চামচভাজা মশলা গুঁড়ো
  5. ২ চা চামচটমেটো সস
  6. ৩-৪চা চামচভূজিয়া
  7. ৬-৭ চা চামচটক দই
  8. ৩টেবিল চামচসর্ষের তেল
  9. ১ চা চামচলঙ্কা গুঁড়ো
  10. ২ চা চামচবাদাম ভাজা ভেঙে নেওয়া)
  11. ১ চা চামচ চিনি

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    প্রথমে আলুর খোসা ছাড়িয়ে আলু সেদ্ধ করে নিতে হবে

  2. 2

    এরপর সেদ্ধ আলুতে নুন আর ভাজা মসলা আর লঙ্কা গুড়ো দিয়ে ভালো করে মসলা আলু মেখে নিতে হবে

  3. 3

    এর পর আলুর মধ্যে বাদাম গুঁড়ো করে মেখে নিয়েছি

  4. 4

    এরপর কড়াইতে তেল গরম করে ফুচকা গুলো ভেজে নিয়েছি অল্প তেলে বেশি আঁচে

  5. 5

    ভাজা ফুচকা গুলোর পেট আঙ্গুল দিয়ে ফুটো করে আলুর পুর ভরে দিয়েছি

  6. 6

    টক দৈ এর মধ্যে এক চামচ চিনি মিশিয়ে এক চামচ করে ত্বক দই প্রতিটা ফুচকার দিয়েছি

  7. 7

    এরপর টমেটো সস আরো একটু জল আর চিনি দিয়ে পাতলা করে ফুটিয়ে নিয়ে মিষ্টি চাটনি বানিয়ে এক চামচ করে ফুচকার মধ্যে দিয়ে দিয়েছি।

  8. 8

    এরপর প্রতিটা ফুচকার ওপরে ভুজিয়া ছড়িয়ে দিতে হবে তাহলেই তৈরি একদম ফুচকার দোকানের মতই দই ফুচকা

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Priya Karmakar ( Rachayita)
Priya Karmakar ( Rachayita) @Rachayita_Karmakar
Kalna, Purba Bardhaman
I'm a student👩‍🏫আমি রান্না করতে আর নতুন নতুন রান্না শিখতে পছন্দ করি❤️🥣🍲🍝🥘🥙🍛🍜🍱🧉
আরও পড়ুন

Similar Recipes