আলুর জিলিপি(aloor jilipi recipe in Bengali)

Subinay Majumder
Subinay Majumder @cook_26217936
Kolkata

#আলু
আলু তো আমরা নানা ভাবেই খেয়ে থাকি এইভাবে একবার জিলিপি বানিয়ে দেখুন খুব ভালো লাগবে

আলুর জিলিপি(aloor jilipi recipe in Bengali)

#আলু
আলু তো আমরা নানা ভাবেই খেয়ে থাকি এইভাবে একবার জিলিপি বানিয়ে দেখুন খুব ভালো লাগবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

সব মিলিয়ে ৩ ঘন্টা
৫ জন
  1. ২ টো আলু
  2. ১/২ কাপ ময়দা
  3. ১/২ কাপ গুঁড়ো দুধ
  4. ২ টেবিল চামচ সুজি
  5. ১ চা চামচ এলাচ গুঁড়ো
  6. ১/২ চা চামচ বেকিং পাউডার
  7. ১/২ চা চামচ হলুদ রং
  8. ৩ টেবিল চামচ ঘি
  9. ১ কাপ বা ২৫০ গ্ৰাম চিনি
  10. পরিমাণ মত রিফাইন্ড তেল (ভাজার জন্য)

রান্নার নির্দেশ সমূহ

সব মিলিয়ে ৩ ঘন্টা
  1. 1

    আলু সেদ্ধ করে চটকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে যাতে দানা ভাব না থাকে সম্পূর্ণ মিহি হয়ে যায়।

  2. 2

    এবারে একটা পাত্রে একে একে সেদ্ধ করা আলু, ময়দা, গুঁড়ো দুধ, সুজি, এলাচ গুঁড়ো (১/২ চা চামচ) ও বেকিং পাউডার দিয়ে ভালো করে মাখতে হবে। কোনো রকম জল ব্যবহার করার প্রয়োজন নেই।
    আলুর মধ্যে যে জলিয় ভাব রয়েছে সেটাই যথেষ্ট।

  3. 3

    এরপর এতে হলুদ বা কমলা রং ও ঘী দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ডো টা কে ঢাকা দিয়ে রাখতে হবে ১ ঘন্টা মতো

  4. 4

    এরপর একটি বড় পাতিলেবুর আকারের একটি লেচি হাতের তালু দিয়ে রোল করে করে শুরু ও লম্বা করে জিলিপির মতো প্যাঁচাতে শেষভাগ টা জুরে দিতে হবে

  5. 5

    এইভাবে সবগুলো করে নিতে হবে

  6. 6

    কড়াইতে রিফাইন তেল গরম করে তাতে জিলিপি গুলো দিয়ে মাঝারি আঁচে উল্টে পাল্টে দুই পাশ সোনালী করে ভেজে তুলে নিতে হবে।
    মোটামুটিভাবে দুই থেকে তিন মিনিট সময় লাগে।

  7. 7

    সিরা বানাবার জন্য একটি কড়াইতে এক কাপ চিনি ও এক কাপ জল দিয়ে ফুটতে দিতে হবে।
    ফুটে উঠলে তাতে এলাচ গুঁড়ো ১/২ চা চামচ (গোটা এলাচ দিলে ২ টো) দিয়ে মিনিট পাঁচেক পর নামিয়ে নিতে হবে ‌

  8. 8

    এবার গরম রসে জালিপি গুলো দিয়ে এক থেকে দেড় ঘণ্টা ঢেকে রাখতে হবে।

  9. 9

    তৈরি হয়ে গেল আলুর জিলিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Subinay Majumder
Subinay Majumder @cook_26217936
Kolkata

মন্তব্যগুলি

Similar Recipes