চিকেন ভর্তা (chicken bharta recipe in bengali)

Sheela Biswas
Sheela Biswas @sheela_02

চিকেন বলতেই জিভে জল । তবে একি ভাবে রান্না না করে যদি এই ভাবে ভর্তা তৈরি করা হয় তাহলে বাড়ির ছোট বড় সবাই আরো চেয়ে চেয়ে খাবে।

আরও পড়ুন
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

  1. ৫০০ গ্রাম চিকেন কিমা
  2. ২ টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি
  3. ২ টা কাঁচা লংকা কুচি
  4. ১ চা চামচ আদা বাটা
  5. ১ চা চামচ রসুন বাটা
  6. ১ চা চামচ ধনে পাউডার
  7. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ১ চা চামচ জিরা,৩ টা লবঙ্গ,৫ টা গোলমরিচ ও ৩ টা এলাচ এর পাউডার
  9. ১/২ চা চামচ লংকা গুঁড়ো
  10. ১ চা চামচ কাশ্মীরি লংকা গুঁড়ো
  11. ১ চা চামচ ঘি
  12. ফোরনের জন্য-
  13. ২ টা তেজপাতা
  14. ১ টা ছোট এলাচ
  15. ১ টা বড় এলাচ
  16. ২-৩ টা গোলমরিচ
  17. ২-৩ টা লবঙ্গ
  18. ২ চা চামচ ধনেপাতা কুচি
  19. স্বাদ অনুযায়ীনুন
  20. পরিমান মততেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে কিমা গুলো গরম জলে দিয়ে ৩-৪ মিনিট একটু সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে রেখে দিতে হবে। তারপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে গোটা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে তারপর ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধ টা না যাওয়ার পর্যন্ত ভেজে নিতে হবে।

  2. 2

    তারপর ওর মধ্যে কিমা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ওর মধ্যে লংকা গুড়ো,হলুদ,ধনে পাউডার ও কাঁচা লংকা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে।

  3. 3

    তারপর মাংস টা আর মশলা সব ভালো করে মিশে গেলে তৈরি করা জিরা,লবঙ্গ,এলাচ ও গোলমরিচ এর গরম মশলা পাউডার দিয়ে নাড়াচাড়া করে তারপর সামান্য একটু জল দিয়ে নুন দিয়ে ঢেকে ৫-৬ মিনিট একদম লো ফ্লেমে রান্না করতে হবে।

  4. 4

    তারপর ৫-৬ মিনিট পর মাখা মাখা হলে উপর থেকে ঘি দিয়ে ও ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে ।

  5. 5

    এবার একটা সর্ভিং বাউলে সাজিয়ে রুটি,পরোটা বা ভাতের সাথে পরিবেশন করুন ।

প্রতিক্রিয়াগুলি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

দ্বারা রচিত

Sheela Biswas
Sheela Biswas @sheela_02
কুকপ্যাড আমাদের হোম সেফদের জন্য এতো বড় একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে তার জন্য কুকপ্যাড কে জানাই অসংখ্য ধন্যবাদ 🙏🙏
আরও পড়ুন

Similar Recipes