ছোলার শাকের ঘন্ট (Cholar shaker ghonto recipe in Bengali)

Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

অপূর্ব লাগে মুগডাল ফোড়ন দিয়ে ছোলার শাকের ঘন্ট_ ভাত ও রুটির সাথে।

ছোলার শাকের ঘন্ট (Cholar shaker ghonto recipe in Bengali)

অপূর্ব লাগে মুগডাল ফোড়ন দিয়ে ছোলার শাকের ঘন্ট_ ভাত ও রুটির সাথে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
২-৩ জন
  1. ৫০০ গ্রাম ছোলা শাক
  2. ১/২ মিডিয়াম সাইজ বেগুন
  3. ১টা বড় সাইজের আলু
  4. ৪-৫টা কাঁচালঙ্কা চেরা
  5. ১ মুঠো মুগডাল
  6. ১/২ চা চামচ গোটা জিরে
  7. ১/২ চা চামচ জিরা গুঁড়ো
  8. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  9. ১ টা তেজপাতা
  10. ১ টা গোটা শুকনো লঙ্কা
  11. স্বাদমতোলবণ
  12. পরিমাণ মতো সরষের তেল
  13. ১/২ চা চামচ চিনি

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে ছোলা শাক বোটা থেকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে।

  2. 2

    আলু ও বেগুন ছোট ছোট টুকরো করে কাটতে হবে।

  3. 3

    এবার সরষের তেল ভালো গরম হলে ওর মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা,তেজপাতা দিয়ে ৩-৪ সেকেন্ড নাড়াচাড়া করে মুগ ডাল দিয়ে ৩-৪ মিনিট হালকা লালচে করে ভাজতে হবে।

  4. 4

    এরপর আলু ও বেগুনের টুকরোগুলো, কাঁচা লঙ্কা ও হলুদ দিয়ে ৯-১০ মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিয়ে জিরেগুঁড়ো ও লবণ দিয়ে ২-৩ মিনিট নাড়তে হবে।

  5. 5

    এবার শাক গুলো ও চিনি ওর মধ্যে দিয়ে ভাল করে মিশিয়ে সামান্য জলের ছিটে দিয়ে ৫ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে সিমে আঁচে।

  6. 6

    এরপর গরম গরম ভাত ও রুটির সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

মন্তব্যগুলি

Similar Recipes