আলুর দম (aloor dom recipe in bengali)

Payal Sen
Payal Sen @cook_29096513

#নিরামিষ,
আলুর দম খাবারটি সবার খুব পছ ন্দের এবং খুব সহজেই তৈরি করা যায়। আলুর দম পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছেন। যে কোন উৎসবের এটা আকর্ষণ হতেই পারে।

আলুর দম (aloor dom recipe in bengali)

#নিরামিষ,
আলুর দম খাবারটি সবার খুব পছ ন্দের এবং খুব সহজেই তৈরি করা যায়। আলুর দম পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছেন। যে কোন উৎসবের এটা আকর্ষণ হতেই পারে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15 মিনিট
4 জন
  1. 400 গ্রামবাদামি আলু
  2. 1 টিমাঝারি টমেটো বাটা
  3. 2 টিপাকা লঙ্কা বাটা
  4. 1 চিমটি হিং
  5. স্বাদ মতলবণ
  6. 1 চা চামচহলুদ গুঁড়ো
  7. 1 চা চামচলাল লঙ্কার গুঁড়ো
  8. 250 গ্রামমটরশুঁটি
  9. 2 চা চামচঘি
  10. 1 চা চামচমধু
  11. 1/2 চা চামচগোটা জীরে
  12. 1 চা চামচআদা বাটা
  13. 1 চা চামচধনেপাতা কুচি
  14. 2 টিশুকনো লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

15 মিনিট
  1. 1

    সব উপকরণ একসঙ্গে সাজিয়ে নিলাম। আলু আগের থেকে সেদ্দ করে রেখেছি।

  2. 2

    এবার কড়াই গরম করে তাতে ঘী দিলাম ও সেদ্দ করে রাখা আলু,হলুদ,লঙ্কা গুড়ো ও লবণ দিয়ে ভেজে নিয়ে তুলে রাখলাম।

  3. 3

    আলু ভাজার পর বাকি ঘী টির মধ্যে একটি শুকনো লঙ্কা,গোটা জীরে ফোড়ন দিয়ে নেড়ে নিয়ে হিং ও বাটা মশলা দিয়ে দিলাম। এবার লবণ,হলুদ গুড়ো ও লঙ্কার গুড়ো দিয়ে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিলাম।

  4. 4

    মসলা কষিয়ে নিয়ে গরম জল দিয়ে একটু ফুটিয়ে মটর সুটি দিয়ে দিলাম । এবার কিছুক্ষণ নেড়ে, ভেজে তুলে রাখা আলু গুলো কড়াইয়ে দিয়ে দিলাম। আমি ঢাকা না দিয়ে কম আঁচে আরো কিছুক্ষণ নেড়ে নিলাম।

  5. 5

    এবার একটু মধু মিশিয়ে নিলাম ও ধনেপাতা কুচ দিয়ে 1মিনিট ঢাকা দিয়ে রাখলাম। তারপর ঢাকা খুলে একটু ঘী দিয়ে গরম গরম পরিবেশন করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Payal Sen
Payal Sen @cook_29096513

Similar Recipes