রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 থেকে 5 জন
  1. 250 গ্রাম ছোট আলু
  2. 2 টিমাঝারি মাপের টমেটো
  3. 1 ইঞ্চিআদা
  4. 2 টিকাঁচালঙ্কা
  5. 1টেবিল-চামচ চারমগজ
  6. পরিমান মত তেল
  7. স্বাদমতোলবণ
  8. 1 চা চামচগরম মসলা গুঁড়ো
  9. 1/2 চা চামচহলুদ
  10. 1চা চামচ জিরা গুঁড়ো
  11. 1চা চামচ ধনেগুঁড়া
  12. 1 চা চামচকাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  13. স্বাদ মতোচিনি
  14. 1 চা চামচ ঘি
  15. প্রয়োজন মতো জিরা , দুটো শুকনো লঙ্কা , তেজপাতা ফোড়ণের জন্য

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে ছোট আলু গুলো ভালো করে ধুয়ে নিয়ে একটা কাঁটা চামচ দিয়ে ফুটো করে প্রেসার কুকারে জল আর লবণ দিয়ে দুই তিনটা সিটি দিয়ে নিতে হবে।

  2. 2

    ঠান্ডা হলে আলুর খোসা ছাড়িয়ে নিয়ে অল্প তেলে সামান্য হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আলু গুলো লাল করে ভেজে নিতে হবে

  3. 3

    এবার ওই কড়াইতেই প্রয়োজনমতো তেল দিয়ে জিরে,শুকনো লঙ্কা, তেজপাতা ফোঁড়ন দিয়ে নিতে হবে।

  4. 4

    টমেটো আদা কাঁচা লঙ্কা আর চার মগজ একসাথে বেটে নিতে হবে।

  5. 5

    ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে টমেটো,আদা, কাঁচা লঙ্কা, চারমগজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

  6. 6

    কষানো হয়ে গেলে এবার হলুদ গুঁড়ো জিরা ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

  7. 7

    এরপরে স্বাদমতো চিনি লবণ আর গরম মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু দিয়ে দুই থেকে তিন মিনিট মশলার সাথে নিতে হবে।

  8. 8

    মটরশুটি দিয়ে সামান্য জল দিয়ে দুই থেকে তিন মিনিট ঢেকে রান্না করতে হবে।

  9. 9

    এরপরে ঘী ছড়িয়ে দিয়ে গ্যাস বন্ধ করে 5 মিনিট ঢেকে রাখলেই তৈরি হয়ে যাবে দারুন স্বাদের নিরামিষ আলুর দম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rupam Saha (Visit My YouTube Channel - Rupam's World Of Happiness https://www.youtube.com/channel/UCxGxiKlVR8zvL9H9a8V6Npw?app=desktop )

Similar Recipes