ভেজ প্যান ফ্রাইড মোমো(Veg Pan fried Momo recipe in Bengali)

Tanima
Tanima @cook_20234819

ভেজ প্যান ফ্রাইড মোমো(Veg Pan fried Momo recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ময়দা মাখার জন্য
  2. 1 কাপময়়়দাা
  3. 1 কাপজল
  4. 1/2 চা চামচসাদা তেল
  5. 1 চিমটিনুন
  6. পুরের জন্য
  7. 1 কাপবাঁধাকপি কুচি
  8. 1টা গাজর কুচি
  9. 1 টাপেঁয়াজ মিহি করে কুচি করা
  10. 1 টি ক্যাপ্সিকাম কুচিি
  11. 1 চা চামচরসুন কুচি
  12. 1 চা চামচ আদা কুুুচিি
  13. 1টেবিল চামচ ভিনেগার
  14. 2 টোবড় শুকনো লঙ্কা
  15. 1টেবিল চামচ টমেটো কেচাপ
  16. 1টেবিল চামচ টমেটো সস
  17. 1 চা চামচগোলমরিচ গুঁড়ো
  18. 1/2 কাপধনেপাতাা কুচি
  19. স্বাদ অনুযায়ীনুন

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমেই ময়দার সামান্য তেল ও নুন দিয়ে মেখে নিতে হবে

  2. 2

    দুটো শুকনো লঙ্কা ভিজিয়ে রাখতে হবে ভিনিগারে,পেস্ট করে নিতে হবে

  3. 3

    এবার প্যানে তেল গরম করে পেঁয়াজ আদা রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করে সবজি গুলো দিয়ে দিতে হবে, ঢাকা দিয়ে সবজি নরম হলে গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নামিয়ে নিতে হবে

  4. 4

    এবার আর ময়দার ছোট ছোট লুচি বেলে নিয়ে মাঝখানে পুর দিয়ে মমর আকারে ভাজ করে বলে দিতে হবে

  5. 5

    এবার স্টিমারে তেল মাখিয়ে মম গুলোর সেদ্ধ করে নিতে হবে

  6. 6

    মম সেদ্ধ হয়ে গেলে প্যানে তেল গরম করে রাতে রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করে মম গুলো দিয়ে দিতে হবে

  7. 7

    এবারের ভিনিগারে পেস্ট করা লঙ্কা এবং সব সহজ দিয়ে মিশিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে পরিবেশন করতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Tanima
Tanima @cook_20234819

Similar Recipes