ভেজ মোমো (veg momo recipe in Bengali)

Silki Mitra
Silki Mitra @cook_29039383

#cc1
আজকের রেসিপি ভেজ মোমো, আমরা সকলেই বিভিন্ন ধরনের মোমো খেতে ভালোবাসি আর তারমধ্যে এটিও একটি, খুব সহজ এবং একদম তেল মশলা ছাড়া এই রেসিপি অল্প সময়ে হয়েও যাবে তাই আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি আমি কিভাবে বানিয়েছি।

ভেজ মোমো (veg momo recipe in Bengali)

#cc1
আজকের রেসিপি ভেজ মোমো, আমরা সকলেই বিভিন্ন ধরনের মোমো খেতে ভালোবাসি আর তারমধ্যে এটিও একটি, খুব সহজ এবং একদম তেল মশলা ছাড়া এই রেসিপি অল্প সময়ে হয়েও যাবে তাই আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি আমি কিভাবে বানিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
6-8 জন
  1. 1 কাপময়দা
  2. স্বাদ অনুযায়ীলবণ
  3. 4টেবিল চামচ রিফাইন্ড অয়েল
  4. 1/2জল
  5. 1/2 কাপবাঁধাকপি কুচি
  6. 1 টিগাজর(কোড়ানো)
  7. 2 টিপেঁয়াজ কুচি এবং 4 কোয়া রসুন কুচি
  8. 4 টিলঙ্কা কুচি
  9. প্রয়োজন মত মটরশুটি এবং স্প্রিং অনিয়ন কুচি
  10. 1টেবিল চামচ সয়া সস
  11. 2টেবিল চামচ টমেটো সস
  12. প্রয়োজন মত গ্রেট করা পনির

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    প্রথমে 1 কাপ ময়দা, সামান্য লবণ এবং দু'চামচ মাপের রিফাইন ওয়েল ভালো মতন শুকনো হাতে মাখিয়ে নিতে হবে এবং তারপর ডো তৈরি করার জন্য অল্প পরিমাণে জল দিয়ে সেটা ভালোভাবে মেখে নিতে হবে যাতে ডো শক্ত খুব বেশি না হয়ে যায় এবং ভালো মতন করে মাখা হয়ে গেলে ঢেকে রেখে দিতে হবে 15 মিনিটের জন্য।

  2. 2

    অপরদিকে পুর তৈরি করার জন্য কড়াই এর মধ্যে দিতে হবে 2 টেবিল চামচ রিফাইন অয়েল এবং মাঝারি ফ্লেমে রেখে তারমধ্যে দিতে হবে যথাক্রমে পেঁয়াজ কুচি- লঙ্কা কুচি এবং রসুন কুচি। সেটি ভাজা হলে আস্তে আস্তে দিতে হবে কোচানো বাঁধাকপি, গাজর কোরা, বিন্স কুচি, মটরশুটি,স্প্রিং অনিয়ন এবং ভালো মতন করে নাড়াচাড়া করে নিতে হবে এবং যাতে সেগুলো ভালো মতন করে নরম হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।

  3. 3

    উপকরণ গুলো ভাজা হয়ে গেলে তারমধ্যে দিতে হবে সামান্য লবণ, টমেটোর সস এবং সয়া সস। যেহেতু সয়া সসের মধ্যে লবণ থাকে সেজন্য সেটি দেখে শুনে ব্যবহার করতে হবে। যখন ভালো মতন করে সেদ্ধ হয়ে যাবে তখন গ্রেট করা পনির দিয়ে নামিয়ে নিতে হবে এবং ঠান্ডা হওয়া অব্দি অপেক্ষা করতে হবে।

  4. 4

    ঢাকা দেওয়া ডো খুলে সেটি থেকে ছোট আকারের লেচি কেটে নিতে হবে এবং বেলে নিতে হবে এবং পুরটি ঠান্ডা হলে তবেই এক চামচ পুর তার মধ্যে দিয়ে ধারগুলো তে জল দিয়ে মুড়ে দিতে হবে যাতে পুর কোন ভাবে বেরিয়ে না যায়।

  5. 5

    একটি রাইস কুকার এর মধ্যে 1/2 লিটার জল দিয়ে সেটি ঢাকা দিতে হবে যতক্ষণ অব্দি ভালো মতন ফুটতে না শুরু করে, জল ভালো মতন ফুটতে শুরু করলে ফুটো করা কোন পাত্র নিয়ে তার ওপর তৈরি করা মোমো দিতে হবে এবং চাপা দেওয়া ঢাকা দিয়ে মাঝারি ফ্লেমে রাখতে হবে 10 মিনিটের জন্য, তারপর হয়ে গেলে ওভেন বন্ধ করে দিতে হবে এবং গরম গরম সার্ভ করতে হবে ভেজ মোমো আপনাদের পছন্দমতো চাটনী সহযোগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Silki Mitra
Silki Mitra @cook_29039383
রান্না আমার জীবনে একটা খুব বড় জায়গা জুড়ে অবস্থান করে। আপনাদের সামনে বিভিন্ন ধরনের ছোট বড় রান্না রেসিপি আমি শেয়ার করছি আশা রাখবো যে আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন এটাই আশা রাখি।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes