ভেজ মোমো (veg momo recipe in Bengali)

Sheela Biswas
Sheela Biswas @sheela_02

#ER
আমরা বিভিন্ন ধরনের মোমো খেতে ভালবাসি। তারমধ্যে আমার পছন্দের এই ভেজ মোমো যেটা বানানো একদম সহজ ও খেতে ও অসাধারণ। তেল ছাড়া তৈরি যেটা আমাদের শরীরের জন্য ও লাভজনক। আর মোমোর স্বাদ আরো বাড়ানোর জন্য আমি ব্যবহার করেছি ম্যাগি ম্যাজিক মশলা।

ভেজ মোমো (veg momo recipe in Bengali)

#ER
আমরা বিভিন্ন ধরনের মোমো খেতে ভালবাসি। তারমধ্যে আমার পছন্দের এই ভেজ মোমো যেটা বানানো একদম সহজ ও খেতে ও অসাধারণ। তেল ছাড়া তৈরি যেটা আমাদের শরীরের জন্য ও লাভজনক। আর মোমোর স্বাদ আরো বাড়ানোর জন্য আমি ব্যবহার করেছি ম্যাগি ম্যাজিক মশলা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ কাপ ময়দা
  2. স্বাদ অনুযায়ীলবণ
  3. ৪টেবিল চামচ রিফাইন্ড অয়েল
  4. ১/২ কাপ বাঁধাকপি কুচি
  5. ১ টি গাজর কুচি
  6. ২ টি পেঁয়াজ কুচি
  7. ৪ কোয়া রসুন কুচি
  8. ৪ টি লঙ্কা কুচি
  9. ১ প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা
  10. পরিমাণ মতস্প্রিং অনিয়ন কুচি
  11. ১ টেবিল চামচ সয়া সস
  12. ২টেবিল চামচ টমেটো সস

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে ময়দা, সামান্য লবণ এবং রিফাইন ওয়েল ভালো মতন শুকনো হাতে মাখিয়ে নিতে হবে এবং তারপর ডো তৈরি করার জন্য অল্প পরিমাণে জল দিয়ে সেটা ভালোভাবে মেখে নিতে হবে যাতে ডো শক্ত খুব বেশি না হয়ে যায় এবং ভালো মতন করে মাখা হয়ে গেলে ১৫ মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে।

  2. 2

    তারপর পুর তৈরি করার জন্য কড়াই এর মধ্যে দিতে হবে ২ টেবিল চামচ তেল এবং মাঝারি ফ্লেমে রেখে তারমধ্যে দিতে হবে পেঁয়াজ কুচি,লঙ্কা কুচি ও রসুন কুচি। সেটি ভাজা হলে আস্তে আস্তে দিতে হবে কোচানো বাঁধাকপি, গাজর কোরা,মটরশুটি,স্প্রিং অনিয়ন দিয়ে ভালো মতন করে নাড়াচাড়া করে নিতে হবে নরম হওয়া পর্যন্ত ।

  3. 3

    তারপর উপকরণ গুলো ভাজা হয়ে গেলে তারমধ্যে দিতে হবে সামান্য লবণ, টমেটোর সস, সয়া সস ও ম্যাগি ম্যাজিক মশলা। সব উপকরণ ভালো মতন করে সেদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে ঠান্ডা হওয়া অব্দি অপেক্ষা করতে হবে।

  4. 4

    এবার ঢাকা দেওয়া ডো খুলে সেটি থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে এবং বেলে নিতে হবে এবং পুরটি ঠান্ডা হলে এক চামচ পুর তার মধ্যে দিয়ে ধারগুলো তে জল দিয়ে নিজের ইচ্ছে মত ডিজাইনে মুড়ে দিতে হবে যাতে পুর কোন ভাবে বেরিয়ে না যায়।

  5. 5

    তারপর একটি রাইস কুকার এর মধ্যে ১/২ লিটার জল দিয়ে সেটি ঢাকা দিতে হবে যতক্ষণ অব্দি ভালো মতন ফুটতে না শুরু করে, জল ভালো মতন ফুটে উঠলে ফুটো করা কোন পাত্র নিয়ে তার ওপর তৈরি করা মোমো দিতে হবে এবং চাপা দেওয়া ঢাকা দিয়ে মাঝারি ফ্লেমে রাখতে হবে 10 মিনিটের জন্য, তারপর হয়ে গেলে ওভেন বন্ধ করে দিতে হবে। এবং গরম গরম সার্ভ করতে হবে ভেজ মোমো আপনাদের পছন্দমতো চাটনী সহযোগে।

  6. 6

    এবার একটা সর্ভিং প্লেটে গরম গরম সার্ভ করুন আপনাদের পছন্দমতো চাটনী সহযোগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sheela Biswas
Sheela Biswas @sheela_02
কুকপ্যাড আমাদের হোম সেফদের জন্য এতো বড় একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে তার জন্য কুকপ্যাড কে জানাই অসংখ্য ধন্যবাদ 🙏🙏
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes