পাভ ভাজি(pav bhaji recipe in Bengali)

Antara Basu De
Antara Basu De @mycookmybook
Bangalore

পাভ ভাজি(pav bhaji recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
২জন
  1. ১/২কাপ ফুলকপি
  2. ১/২ টা ক্যাপ্সিকাম
  3. ১/২ কাপ বাঁধাকপি
  4. ২টি লঙ্কা
  5. ২চা চামচ পাভভাজি মশলা
  6. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  7. ২ চা চামচ নুন
  8. ১/২ বাটি ধনেপাতা কুচি
  9. ১টা আলু
  10. ১/২ কাপ বাটার/মাখন
  11. ১টা গাজর
  12. ১/২ বাটি বিন্স

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    সব সবজি সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ সব্জি ম্যাসার দিয়ে ম্যাস করে নিতে হবে বা হাত দিয়ে চটকে নিতে হবে। তারপর কড়াইয়ে তেল ও বাটার দিয়ে তাতে পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে একটু ভেজে, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুড়ো আর আদা ও রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে।

  2. 2

    সব্জি কষা হলে পাও ভাজি মশলা দিয়ে দুই কাপ জল দিয়ে ঢাকা দিয়ে কম আঁচে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে।

  3. 3

    ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন। এবার তাওয়াতে পাও বা পাউরুটি গুলো একটু সেঁকে নিয়ে, থালায় লেবু লঙ্কা, পেঁয়াজ কুচি ও বাটার দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মহারাষ্ট্র স্পেশাল পাও ভাজি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Antara Basu De
Antara Basu De @mycookmybook
Bangalore
রান্না করতে খুব ভালোবাসি।সুন্দর রান্নার সাথে সুন্দর পরিবেশন করাটা আমার প্যাসান।
আরও পড়ুন

Similar Recipes