ঘুগনি (ghugni recipe in Bengali)

Priyanka Bose
Priyanka Bose @cook_27768469

ঘুগনি (ghugni recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩৫ মিনিট
৪জন
  1. ২৫০গ্রামকাবলী মটর
  2. ১ টা মাঝারিআলু ছোট ছোট করে চৌক করে কাটা
  3. ২টো মাঝারি পেঁয়াজ
  4. ২চা চামচআদা রসুন বাটা
  5. ২টোটমেটো
  6. প্রয়োজন অনুযায়ীগোটা গরম মশালা (দারুচিনি, ছোট এলাচ, লবঙ্গ,তেজপাতা)
  7. ১টাশুকনো লঙ্কা
  8. ১/২চা চামচ হলুদ, লঙ্কা,জিরে,ধনে গুঁড়ো
  9. স্বাদ মতনুন
  10. ৪চা চামচ সর্ষের তেল
  11. ১ চা চামচগরম মশালা গুঁড়ো
  12. প্রয়োজন অনুযায়ীধনেপাতা, অল্প কুচো করা পেঁয়াজ সাজানোর জন্য।

রান্নার নির্দেশ সমূহ

৩৫ মিনিট
  1. 1

    সারারাত মটর গুলো ভিজিয়ে রাখুন। এবং প্রেশার কুকারে ৩টে সিটি দিয়ে নিন

  2. 2

    কুচানো আলু ভালো করে ধুয়ে নিন।কড়াইয়ে তেলদিন ২চামচ, গরম হলে আলু গুলো ভালো করে ভেজে নিন।

  3. 3

    বাকি তেল দিয়ে গোটা গরম মশালা, ও রসুন বাটা দিয়ে ভালো করে ভাজুন সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত।

  4. 4

    কুচানো পিঁয়াজ দিয়ে কষে নিন, টমেটো ও আদা বাটা দিয়ে ভালো করে ভাজুন

  5. 5

    নুন সহ সমস্ত মশালা দিয়ে নেড়ে আগে থেকে সেদ্ধ করা মটর ও ভাজা আলু দিয়ে কষে নিন। প্রয়োজন মত জল দিয়ে ফুটতে দিন।

  6. 6

    আলু সেদ্ধ হলে গরম মশালা দিয়ে নেড়ে নিন

  7. 7

    এবার ইচ্ছে মতো বাটিতে তুলে উপর থেকে ধনেপাতা, কুচানো কাঁচা পিঁয়াজ কুচি দিয়ে সার্ভ করুন ঘুগনি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Priyanka Bose
Priyanka Bose @cook_27768469

মন্তব্যগুলি

Similar Recipes