ভেটকী মাছের পুর দিয়ে পটলের দোরমা(Pataler Dorma recipe in Bengali)

Bulbul Chattopadhyay
Bulbul Chattopadhyay @Bulbul_123456

#পটলমাস্টার

ভেটকী মাছের পুর দিয়ে পটলের দোরমা(Pataler Dorma recipe in Bengali)

#পটলমাস্টার

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৫জন
  1. ১০ টিপটল (বড়)
  2. ৩০০ গ্রাম ভেটকি মাছ—
  3. ১চা চামচ হলুদ
  4. ১টিপেঁয়াজ
  5. ১ টেবিল চামচ আদা
  6. ১চা চামচ চিনি
  7. ২টিকাঁচালঙ্কা
  8. ১চা চামচ লঙ্কা গুঁড়ো
  9. ২টিশুকনো লঙ্কা
  10. ১ চা চামচ গরম মশালা গুঁড়ো
  11. ১কাপসরষের তেল
  12. ১চা চামচ গোটা জিরে
  13. ২টিটোম্যাট
  14. ৩ চা চামচ টক দই
  15. ২চা চামচকাজু বাটা
  16. ১ চা চামচ চার মগজ বাটা
  17. স্বাদ মতনুন
  18. পরিমাণ মতো ঘী

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে পটলের খোসা হালকা করে ছাড়িয়ে নিন। ভিতরের বীজ চামচ দিয়ে কুরিয়ে বের করে নিন। পটলগুলো সামান্য নুন ও হলুদ মাখিয়ে রাখুন।

  2. 2

    ভেটকি মাছ সামান্য নুন ও হলুদ দিয়ে সেদ্ধ করুন। সেদ্ধ মাছের কাঁটা ছাড়িয়ে হাতে করে চটকে নিন। ওই মাছে পেঁয়াজ বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, লবঙ্গ গুঁড়ো, এলাচ ও দারুচিনি গুঁড়ো, সামান্য চিনি ও নুন মেশান।

  3. 3

    এ বার পটলের ভিতরে ওই মাছের পুর ভরে দিন। কড়াইয়ে সরষের তেল গরম করুন। মাছের পুর ভরা পটল গুলো লালচে সোনালি করে ভেজে তুলে নিন।

  4. 4

    এ বার কড়াইয়ে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিন। সামান্য আদা বাটা দিয়ে টোম্যাটো কুচি দিন। অল্প চিনি দিয়ে দিন। ভাল করে নাড়াচাড়া করে টক দই, কাজু বাদাম বাটা, চার মগজ বাটা দিন। সামান্য জল দিয়ে ভাল করে ফোটান।

  5. 5

    গ্রেভি ফুটে এলে ভেজে তুলে রাখা পটলগুলো দিয়ে দিন। গ্রেভি ঘন হয়ে পটলের গায়ে মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন পটলের দোলমা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Bulbul Chattopadhyay
Bulbul Chattopadhyay @Bulbul_123456

Similar Recipes