পটলের দোরমা

Paramita Chatterjee
Paramita Chatterjee @cook_12121702
Kolkata

#নববর্ষের রেসিপি

পটলের দোরমা

#নববর্ষের রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫মিনিট
৪জন
  1. ৮টি পটল
  2. ১৫০গ্রাম মটন কিমা
  3. ৪টে পেঁয়াজ
  4. ৩টেবিল চামচ আদা বাটা
  5. ৩টেবিল চামচ রসুন বাটা
  6. স্বাদমতোনুন
  7. ১টেবিল চামচ চিনি
  8. ১চা চামচ জিরে গুঁড়ো
  9. ২টেবিল চামচ হলুদ গুঁড়ো
  10. ২টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো
  11. ২টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  12. ১চা চামচ গোটা জিরে
  13. ১চা চামচ গরম মসলা গুঁড়ো
  14. ৩টি এলাচ
  15. ৩টি লবঙ্গ
  16. ১টুকরো দারচিনি

রান্নার নির্দেশ সমূহ

২৫মিনিট
  1. 1

    পটল ছাড়িয়ে ভেতরের শাঁস বের করে নিতে এক দিক দিয়ে,পটল এর দুদিক কাটার দরকার নেই এক দিক কাটলেই হবে।

  2. 2

    মটন কিমা নুন দিয়ে আগে সেদ্ধ করে রাখতে হবে,প্যানে তেল গরম করে পটল গুলো নুন হলুদ মাখিয়ে ভেঁজে তুলে রাখতে হবে।

  3. 3

    বাকি তেলে পেঁয়াজ-আদা-রসুন বাটা দিয়ে কষতে হবে,কাঁচা মশলার গন্ধ চলে গেলে কিমা দিয়ে কষতে হবে সাথে নুন,চিনি,হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে কষতে হবে।

  4. 4

    অল্প জল দেয়া যেতে পারে তেল আর মশলা আলাদা হলে গরম মশলার গুঁড়ো মিশিয়ে নামাতে হবে,এটা হলো পুর।

  5. 5

    এই পুর ঠান্ডা করে পটল এর মধ্যে ভরে নিতে হবে।

  6. 6

    প্যানে তেল গরম করে গোটা মশলা,শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ণ দিতে হবে।

  7. 7

    ফোড়ণ চড়চড় করলে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে সোনালি করে ।

  8. 8

    তারপর পেঁয়াজ-আদা-রসুন বাটা দিয়ে কষতে হবে।

  9. 9

    কাঁচা মশলার গন্ধ চলে গেলে একটা বাটিতে পরিমান মতো জল দিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো,লাল লঙ্কার গুঁড়ো, নুন,চিনি,জিরে গুঁড়ো মিশিয়ে প্যানে দিয়ে কষতে হবে।

  10. 10

    তেল মশলা আলাদা হলে পুর ভরা পটল দিয়ে কিছুক্ষন নেড়ে,গরম মসলা দিয়ে নামাতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Paramita Chatterjee
Paramita Chatterjee @cook_12121702
Kolkata

মন্তব্যগুলি

Similar Recipes