পটলের ঝাল (Patoler Jhal recipe in Bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

#পটলমাস্টার
পটলের সর্ষে বাঁটা বা পটল পোস্ত তো সবাই করে থাকে , গতানুগতিক এই রেসিপি থেকে সরে আমি একটু ভিন্ন ভাবে পটলের একটি নিরামিষ পদ করলাম | পটলে সর্ষে, পোস্ত ও আদা জিরে বাঁটা টমেটোও কাঁচালংকা দিয়ে পটলের ঝাল , সম্পূর্ণ আলাদা একটা রেসিপি | তোমরাও করে দেখো , বেশ ভালো লাগবে |

পটলের ঝাল (Patoler Jhal recipe in Bengali)

#পটলমাস্টার
পটলের সর্ষে বাঁটা বা পটল পোস্ত তো সবাই করে থাকে , গতানুগতিক এই রেসিপি থেকে সরে আমি একটু ভিন্ন ভাবে পটলের একটি নিরামিষ পদ করলাম | পটলে সর্ষে, পোস্ত ও আদা জিরে বাঁটা টমেটোও কাঁচালংকা দিয়ে পটলের ঝাল , সম্পূর্ণ আলাদা একটা রেসিপি | তোমরাও করে দেখো , বেশ ভালো লাগবে |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
২জন
  1. ৬ টি বড় সাইজের পটল
  2. ৪+২ টি কাঁচালংকা
  3. ১টি টমেটো কুচি
  4. ২ চা চামচ পোস্ত বাঁটা
  5. ২ চা চামচ সর্ষে বাঁটা
  6. ১ চা চামচ জিরে গুঁড়ো
  7. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  8. প্রয়োজন মতসর্ষের তেল
  9. স্বাদমতোনুন
  10. ১/২ চা চামচ চিনি
  11. ১ চা চামচ হলুদ
  12. ১ চা চামচ আদা বাঁটা
  13. ১ চা চামচ কালোজিরা
  14. প্রয়োজন মতজল

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে পটল হালকা ভাবে খোসা ছাড়িয়ে,গা ঘষে মুখের দুদিক সামান্য চিরে রাখতে হবে | তারপর নুন হলুদ মাখিয়ে পটল সঃ তেলে ভেজে তুলে রাখতে হবে |

  2. 2

    সানরাইজ সর্ষে পাউডার ২ চামচ নিয়ে., একটু নুন ও সর্ষের তেল দিয়ে ৪চা জলে গুলে রাখতে হবে | পোস্ত ৪টা কাঁচলংকা দিয়ে বেঁটে রাখতে হবে | কাঁচা লংকা চিরে,টমেটো বীজ বার করে কুচি করে রাখতে হবে |

  3. 3

    পটল ভাজার তেলে ১ চা কালোজিরাও ২টি চেরা কাঁচা লংকা ফোঁড়ন দিয়ে আদা ও টমেটো কুচি দিয়ে নেড়ে,জিরেগুড়া নুন হলুদ, লংকা গুড়া, চিনি দিয়েকষাতে হবে | এবার ভাজা পটল তাতে মিশিয়ে নেড়ে ১/২ কাপ জল দিতে হবে |

  4. 4

    ঝোল ফুটে উঠলে তাতে সর্ষে বাঁটা ও শেষে কাঁচালংকা দিয়ে বাঁটা পোস্তটা দিয়ে গা শুকিয়ে এলে নুন মিষ্টি. দেখে ১ চা কাঁচা স: তেল ছড়িয়ে গ্যাস বন্ধ করে নামিয়ে ফেলতে হবে | হয়ে গেল ঝাল পটল |

  5. 5

    এবার গরম ভাতে প্লেটে ঢেলে, সর্ষে পোস্ত টমেটোর ঝাল পটল পরিবেশন করতে হবে |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

Similar Recipes