চিলি চিকেন (Chili Chicken Recipe in Bengali)

Debalina Pal
Debalina Pal @Debalina

এটি একটি চাইনিজ খাবার যা সকলেরই খুব প্রিয়। রেস্টুরেন্টের স্বাদে আপনারাও বাড়িতে এটি বানিয়ে ফেলুন।।

চিলি চিকেন (Chili Chicken Recipe in Bengali)

এটি একটি চাইনিজ খাবার যা সকলেরই খুব প্রিয়। রেস্টুরেন্টের স্বাদে আপনারাও বাড়িতে এটি বানিয়ে ফেলুন।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
৩ জন
  1. ৩০০ গ্রাম বোনলেস চিকেন
  2. ১টি ডিম
  3. ২ টিপেঁয়াজ
  4. ১ টি ক্যাপ্সিকাম
  5. ২ টি টমেটো
  6. ১ চা চামচআদা বাটা
  7. ১ চা চামচ রসুন বাটা
  8. ১ চা চামচ কর্নফ্লাওয়ার
  9. ১ চা চামচ শুক্নো লঙ্কা গুরো
  10. ১/২ চা চামচহলুদ গুরো
  11. ১ চা চামচ টমেটো সস
  12. ১ চা চামচ রেড চিলিয়া
  13. ১/২ চা চামচসোয়া সস
  14. স্বাদ মতনুন ও চিনি
  15. পরিমাণ মতসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    প্রথমে বোনলেস্ মাংস গুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে।

  2. 2

    এরপর মাংস গুলোকে ফেটানো ডিম, কর্নফ্লাওয়ার, আদা ও রসুন বাটা, শুক্নো লঙ্কা গুরো, নুন, সোয়া সস্ দিয়ে ভালো করে মেখে রাখতে হবে ২০ মিনিট।

  3. 3

    ২০ মিনিট পর কড়াইতে সাদা তেল গরম করে মাংসের প্রত্যকটি টুকরো এপিঠ ওপিঠ করে ভালো ভাবে ভেজে তুলে নিতে হবে।

  4. 4

    এবার ওই একই তেলে চৌকো ভাবে টুকরো করে কাটা পিয়াজ, ক্যাপ্সিকাম, টমেটো, আদা ও রসুন বাটা, শুক্নো লঙ্কা গুরো, হলুদ গুরো, টমেটো সস্, রেড চিলি সস্, সোয়া সস্, নুন ও চিনি দিয়ে ভালো করে কষাতে হবে।

  5. 5

    মশলা কষে এলে ভেজে রাখা বোনলেস্ চিকেন গুলি দিয়ে ভালো করে নেড়েচেড়ে জল ও কাচা লঙ্কা চেড়া দিয়ে একটু ঢাকা দিয়ে রাখতে হবে ২মিনিট।

  6. 6

    ২মিনিট পর ঢাকনা খুলে একটি বাটিতে ২চা চামচ মতো কর্নফ্লাওয়ার ও সামান্য জল মিশিয়ে সেটি ঝোলে ঢেলে বেশ ঘন ঘন হয়ে এলে নামিয়ে পরিবেশন করূন চিলি চিকেন।

  7. 7

    এটি ফ্রাইডরাইস্ ও রূটি-পরটার সাথে দারূণ জমে যাবে।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Debalina Pal
Debalina Pal @Debalina

Similar Recipes