চিকেন মাঞ্চুরিয়ান (Chicken Manchurian recipe in Bengali)

Sandipa Sudip Saha
Sandipa Sudip Saha @cook_29523743

#Saathi
আমি তৈরি করেছি রেস্টুরেন্টের স্টাইলে "চিকেন মাঞ্চুরিয়ান", যা একটি খুবই প্রচলিত এবং খুবই সুস্বাদু চাইনিজ রান্না । চাইনিজ নুডুলস বা চাইনিজ ফ্রাইড রাইস এর সাথে এর যুগলবন্দী অসম্ভব ভালো ।

চিকেন মাঞ্চুরিয়ান (Chicken Manchurian recipe in Bengali)

#Saathi
আমি তৈরি করেছি রেস্টুরেন্টের স্টাইলে "চিকেন মাঞ্চুরিয়ান", যা একটি খুবই প্রচলিত এবং খুবই সুস্বাদু চাইনিজ রান্না । চাইনিজ নুডুলস বা চাইনিজ ফ্রাইড রাইস এর সাথে এর যুগলবন্দী অসম্ভব ভালো ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৪ জন
  1. ৩০০ গ্রাম বোনলেস চিকেন কিমা
  2. ১ চা চামচ আদা বাটা
  3. ১ চা চামচ রসুন বাটা
  4. ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  5. স্বাদ মতনুন
  6. ১ চা চামচ ডার্ক সয়া সস
  7. ২ চা চামচ কর্নফ্লাওয়ার
  8. ১ টা ডিম
  9. পরিমাণ মত ফোঁটা লেবুর রস
  10. ২ টেবিল চামচ স্প্রিং অনিয়ন কুচি
  11. ১ কাপ সাদা তেল
  12. ১ টেবিল চামচ পেঁয়াজ কুচি
  13. ১ টেবিল চামচ রসুন কুচি
  14. ১ টেবিল চামচ আদা কুচি
  15. ১ টেবিল চামচ গাজর কুচি
  16. ১ টেবিল চামচ ক্যাপ্সিকাম কুচি
  17. ১ টেবিল চামচ ডার্ক সয়া সস
  18. ৩ টেবিল চামচ টমেটো সস
  19. ১ টেবিল চামচ ভিনিগার
  20. ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  21. ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    চিকেন কিমার মধ্যে একে একে নুন, গোলমরিচ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, ডিম, লেবুর রস, ডার্ক সয়া সস, কর্নফ্লাওয়ার, স্প্রিং অনিয়ন সব দিয়ে খুব ভালো করে মেখে ঢাকা দিয়ে ৪০ মিনিট রেখে দিন ।

  2. 2

    একটা বাটিতে টমেটো সস, সয়া সস আর ভিনিগার মিশিয়ে একটা মিশ্রন বানিয়ে রেখে দিন ।

  3. 3

    ৪০ মিনিট পরে চিকেন কিমার মিশ্রণটা থেকে ছোট ছোট বল বানিয়ে নিন ।

  4. 4

    কড়াইতে পরিমান মত তেল গরম করে মাঞ্চুরিয়ান বল গুলো দিয়ে মিডিয়াম আঁচে ৪ থেকে ৫ মিনিট হালকা করে ভেজে তুলে নিন ।

  5. 5

    এবার এই তেল কিছুটা কমিয়ে নিয়ে দেড় টেবিল চামচ তেল এর মধ্যে পেঁয়াজ কুচি, আদা কুচি আর রসুন কুচি দিয়ে ৩০ থেকে ৪০ সেকেন্ড হাই ফ্লেমে ভালো ভাবে ভাজতে হবে ।

  6. 6

    এবার এতে স্প্রিং অনিয়ন কুচি, গাজর কুচি আর ক্যাপ্সিকাম কুচি দিয়ে আরও ২০ থেকে ৩০ সেকেন্ড হাই ফ্লেমে ভাজতে হবে ।

  7. 7

    ভালো ভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা সসের মিশ্রণটি দিয়ে ভালো করে নেড়ে, এতে হাফ কাপ জল আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ২ মিনিট লো ফ্লেমে ফোটাতে হবে ।

  8. 8

    এবার ভেজে রাখা মাঞ্চুরিয়ান বলগুলো গ্রেভির মধ্যে দিয়ে ২ মিনিট নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে ৫ মিনিট রান্না করতে হবে ।

  9. 9

    ১/২ কাপ জলের মধ্যে ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার ভালোভাবে গুলে নিয়ে সস এর মিশ্রণের মধ্যে দিয়ে অনবরত নাড়তে হবে যাতে কর্নফ্লাওয়ার দলা না হয়ে যায় ।

  10. 10

    দেড় থেকে দুই মিনিট লো ফ্লেমে রান্না করে উপর থেকে স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলেই গরম গরম চিকেন মাঞ্চুরিয়ান তৈরি ।

  11. 11

    আমি গরম গরম চাইনিজ ফ্রাইড রাইসের সাথে এই চিকেন মাঞ্চুরিয়ান পরিবেশন করেছি । সাথে আছে ফ্রেশ স্যালাড আর অরেঞ্জ জুস ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sandipa Sudip Saha
Sandipa Sudip Saha @cook_29523743

মন্তব্যগুলি

Similar Recipes