পিনহুইল সমোসা (pin wheel samosa recipe ion Bengali)

Peeyaly Dutta
Peeyaly Dutta @cook_26277530

পিনহুইল সমোসা (pin wheel samosa recipe ion Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৬ জন
  1. ২কাপ ময়দা
  2. ৪ চা চামচ সাদা তেল
  3. ১/২ চা চামচ জোয়ান
  4. স্বাদমতোনুন
  5. ৪ টে সেদ্ধ আলু
  6. ১ টা পেঁয়াজ কুচি
  7. ১ চা চামচ ধনেপাতা কুচি
  8. ২ টো কাঁচা লঙ্কা কুচি
  9. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  10. ১/২ চা চামচ লঙ্কার গুঁড়ো
  11. ১ কাপ সাদা তেল ভাজার জন্য
  12. ৪ চা চামচ ময়দা

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    প্রথমে ময়দা,সাদা তেল, নুন, জোয়ান, ভালো করে মিশিয়ে জল দিয়ে মেখে নিতে হবে ।মাখা হয়ে গেলে ডো টা ঢাকা দিয়ে রেখে দিতে হবে ১৫ মিনিট।

  2. 2

    এবার একটা বাটিতে আলু সেদ্ধ, নুন,পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো,ধনেপাতা কুচি, দিয়ে হালকা হাতে মেখে নিতে হবে।

  3. 3

    এবার ডো টাকে রুটির মতো বেলে নিতে হবে।

  4. 4

    এবার এর ওপরে আলুর পরটা দিয়ে দিতে হবে। সাইডে একটু করে ফাঁকা রাখতে হবে।

  5. 5

    এবার একদিক থেকে মুরে রোল করে নিতে হবে ।শেষের অংশটা জল দিয়ে আটকে নিতে হবে,যাতে ভাজার সময় খুলে না যায়।

  6. 6

    এবার এই রোল টা ছুরি দিয়ে কেটে নিতে হবে ঠিক ছবিতে যেমন আছে।

  7. 7

    এবার একটা বাটিতে অল্প ময়দা, নুন,ও জল দিয়ে পাতলা করে গুলে নিতে হবে।

  8. 8

    এবার কড়াইতে সাদা তেল গরম করে, পিনহুইল গুলো ব্যা টার এ ডুবিয়ে ভেজে নিলেই রেডি হয়ে যাবে পিন হুইল সমোসা ।নামিয়ে সসের সাথে গরম গরম পরিবেশন করুন পিনহুইল সামোসা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Peeyaly Dutta
Peeyaly Dutta @cook_26277530

Similar Recipes