আলু চিকেন রিং সমোসা (aloo chicken ring samosa recipe in Bengali)

Aditi Sasmal
Aditi Sasmal @cook_24027024

আলু চিকেন রিং সমোসা (aloo chicken ring samosa recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
  1. ৩ টিআলু
  2. ৩ টুকরোচিকেন
  3. ½ গাজর কুচি
  4. ৫ - ৬ টা বিন্স (কুচানো)
  5. ১ টা মাঝারিপেঁয়াজ (কুচানো)
  6. ১ চা চামচআদা ও রসুন
  7. ১ টেবিল চামচ ক্যাপ্সিকাম
  8. ৪কাপময়দা
  9. স্বাদমতোনুন
  10. ১ চা চামচজিরে গুঁড়ো
  11. প্রয়োজন অনুযায়ীচিকেন মশলা
  12. 1/2 চা চামচগোলমরীচ গুঁড়ো :
  13. প্রয়োজন অনুযায়ীভাজার জন‍্য সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    প্রথমে ময়দাটা মেখে নিতে হবে।

  2. 2

    আলু,চিকেন ও সব সবজী এক সাথে সেদ্ধ করে মেখে নিতে হবে।

  3. 3

    এবার কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ,ক‍্যাপসিকাম ও আদা-রসুন কচানোগুলো দিয়ে দিতে হবে। এবার এইগুলো একটু ভাজা হয়ে গেলে আলু,চিকেন,সবজী মাখা, জিরাগুঁড়া, চিকেন মশলাগুঁড়ো,নুন,গোলমরীচ গুঁড়া, সব একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  4. 4

    তারপর ময়দা থেকে লেচি কেটে বেলে নিয়ে চিকেনটাকে ময়দার মধ‍্যে ভরে দিতে হবে।

  5. 5

    চিকেনটাকে ময়দার মধ‍্যে ভরে এইরকম রিঙ আকারে করে নিতে হবে

  6. 6

    এবার কড়াইতে তেল গরম করে ভেজে তুলে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aditi Sasmal
Aditi Sasmal @cook_24027024

Similar Recipes