অল্প তেলে কলকাতা স্টাইলে চিকেন বিরিয়ানি (kolkata style chicken biryani recipe in Bengali)

Arpita Debnath
Arpita Debnath @cook_29162496

#মা২০২১
বেশিরভাগ রান্নায় মায়ের হাত ধরে শেখা।তবে আজ বানালাম মায়ের পছন্দের আমার হাতে তৈরি কমতেলে কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি।এটি বাংলাদেশ-মায়ানমার ভারতের খাদ্য। তবে নবাব ওয়াজেদ আলীর হাত ধরেই কলকাতায় বিরিয়ানিতে আলুর প্রবেশ ঘটেছে। যার স্বাদ আমরা বাঙালিরা এখনো বয়ে নিয়ে চলেছি।

অল্প তেলে কলকাতা স্টাইলে চিকেন বিরিয়ানি (kolkata style chicken biryani recipe in Bengali)

#মা২০২১
বেশিরভাগ রান্নায় মায়ের হাত ধরে শেখা।তবে আজ বানালাম মায়ের পছন্দের আমার হাতে তৈরি কমতেলে কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি।এটি বাংলাদেশ-মায়ানমার ভারতের খাদ্য। তবে নবাব ওয়াজেদ আলীর হাত ধরেই কলকাতায় বিরিয়ানিতে আলুর প্রবেশ ঘটেছে। যার স্বাদ আমরা বাঙালিরা এখনো বয়ে নিয়ে চলেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

মারিনেশন পর্ব বাদ দিলে দু'ঘণ্টা
৬-৭ জন
  1. ৭০০গ্রাম চিকেন
  2. ৩টেবিল চামচ ফেটানো টক দই
  3. ১ চা চামচ রসুন বাটা
  4. ১ চা চামচ আদা বাটা
  5. ১ চা চামচ লঙ্কাগুঁড়ো (কাশ্মীরি)
  6. ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  7. ১-১.৫ চা চামচ বিরিয়ানি মসলা ( বাড়িতে বানানো)
  8. স্বাদ মতনুন
  9. ২-৩ টে পেঁয়াজ বেরেস্তার জন্য
  10. ৬টি কাঁচা লঙ্কা
  11. ৫০০ গ্রাম বাসমতী চাল
  12. প্রয়োজন মত এলাচ লবঙ্গ তেজপাতা দারুচিনি, জয়িত্রী, গোলমরিচ অল্প পরিমাণ করে
  13. ২ চা চামচ গোলাপজল
  14. ২ চা চামচ কেওড়া জল
  15. প্রয়োজন অনুযায়ী অল্প দুধে গোলা সামান্য জাফরান
  16. ২ ফোঁটা মিঠা আতর
  17. ৫- ৬ টি আলুবোখরা ।
  18. ২৫ গ্রাম খোয়া ক্ষীর
  19. ২ +২ চা চামচ বাটার, ঘি এর মিশ্রন
  20. ৫ - ৬টি বড় করে কাটা আলুর টুকরো
  21. ৬টি ডিম সেদ্ধ
  22. প্রয়োজন অনুযায়ী শুকনো গোলাপের পাপড়ি, কাবাব চিনি, স্টার এনিস (এটা থাকলে দেবেন)
  23. ১ টা পাতিলেবু
  24. পরিমাণ মত ফুড কালার ( ঐচ্ছিক)

রান্নার নির্দেশ সমূহ

মারিনেশন পর্ব বাদ দিলে দু'ঘণ্টা
  1. 1

    ১) প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে, তার মধ্যে ফ্যাটানো টক দই, লবণ, লঙ্কাগুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, বিরিয়ানি মসলা, সামান্য বেরেস্তা, আদা বাটা, রসুন বাটা, দুটো লঙ্কা বাটা, লেবুর রস সব উপকরণ ভালো করে মাখিয়ে ফ্রিজে ম্যারিনেট করে রাখতে হবে কমপক্ষে ২ঘন্টা।

  2. 2

    ২) এইদিকে পেঁয়াজ গুলো ভালো করে কুচি কুচি করে কেটে বেশি পরিমাণ রিফাইন তেল ভাল করে ভেজে বেরেস্তা বানাতে হবে।

  3. 3

    ৩)এবার চালটা কে খুব ভালো করে তিন-চারবার ধুয়ে, একটু বেশি পরিমাণ জলে আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে।
    ৪)এরপর যে আস্ত মসলাগুলো বলেছিলাম সেগুলো একটা পুটলিতে বেঁধে যে পাত্রে ভাত রান্না হবে তার মধ্যে বেশি পরিমাণ জল ও দুই চামচ লবণ দিয়ে, একটু শক্ত থাকতেই ভাত নামিয়ে নিতে হবে।যেহেতু ভাপে আবার চালটি সিদ্ধ হবে।

  4. 4

    ৫)কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে লবণ, হলুদ ও ফুড কালার মাখানো আলুগুলো অল্প করে ভেজে নিতে হবে।

  5. 5

    ৬)এবার আসি মাংস রান্নার পদ্ধতিতে।
    দু'ভাবে করা যেতে পারে
    *
    📌 প্রথম পদ্ধতিঃ কড়াইতে এক চামচ তেল দিয়ে ম্যারিনেট করা মাংস,ভাজা আলু দিয়ে অল্প আচে মাংস সিদ্ধ না হওয়া অবদি রান্না করতে হবে।
    📌দ্বিতীয় পদ্ধতিঃ কুকারে অল্প পরিমাণ জল দিয়ে তারমধ্যে ম্যারিনেট করা চিকেন, ভাজা আলু দিয়ে, ঢাকনা আটকে একদম লো আচে পনেরো থেকে কুড়ি মিনিট রান্না করতে হবে। তার পর ঢাকনা বন্ধ অবস্থায় আরো ১৫মিনিট রাখতে হবে।

  6. 6

    ৭)এক কাপ ঈষদুষ্ণ দুধে অল্প পরিমাণ জাফরান গুলতে হবে।
    ৮)আরেকটি কাপে গোলাপজল, কেওড়া জল, মিঠা আতর মিশ্রন করে রাখতে হবে।
    ৯)খোয়া ক্ষীর গ্রেট করে রাখতে হবে।

  7. 7

    এবার আসি সাজানোর পর্বে
    ১)যে-পাত্রে বানানো হবে তার নিচে অল্প করে গরম করা ঘি লাগিয়ে নিতে হবে।তারপর পুরো তেজপাতাবিছিয়ে দিতে হবে, এটা করলে বিরিয়ানি নিচে লাগতে পারে না।

  8. 8

    ২)এবার চার থেকে পাঁচ হাতা মাংসের ঝোল দিয়ে, ভাতের একটি লেয়ার দিতে হবে। তার উপরে আলু ও মাংস এক এক করে দিতে হবে। তার উপরে খানিকটা বেরেস্তা, বিরিয়ানি মসলা, আলুবোখরা এবং গ্রেট করা খোয়া ক্ষীর, লেবুর রস, কাঁচা লঙ্কা,পরিমাণ মত লবণ দিয়ে একটা লেয়ার শেষ করতে হবে। এই ভাবেই পরপর একইভাবে লেয়ারগুলো করতে হবে।

  9. 9

    গোলাপজল কেওড়াজল মিশ্রণ এবং দুধে গোলা জাফরান দিতে হবে।

  10. 10

    এবার আটা মাখা দিয়ে বা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে আটকে দিয়ে একটা তাওয়ার উপরে বিরিয়ানি পাত্রকে বসিয়ে ২০ থেকে ২৫ মিনিট মিডিয়াম আছে রান্না করতে হবে।
    ব্যাস রেডি অল্প তেলে তৈরি কলকাতা স্টাইল এর চিকেন বিরিয়ানি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Arpita Debnath
Arpita Debnath @cook_29162496

Similar Recipes