আলুর পরোটা (aloor parota recipe in Bengali)

Rumpa Mandal
Rumpa Mandal @cook_19700319

আলুর পরোটা (aloor parota recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১টাআলু
  2. ২৫০গ্রামময়দা
  3. ১ টা পেঁয়াজ
  4. ১ চা চামচধনে পাতা কুচি
  5. ১/২ চা চামচভাজা মশলা গুঁড়া
  6. স্বাদ অনুযায়ীনুন
  7. পরিমাণ মত সাদা তেল ভাজার জন্য

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে ময়দা নুন ও দু চামচ সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  2. 2

    এরপর ময়দা তে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা মন্ড করে নিতে হবে।

  3. 3

    কিছুক্ষন ঢাকা দিয়ে রাখতে হবে।

  4. 4

    এবার ওই মাখা ময়দা থেকে রুটির মত লেচি কেটে গোল গোল করে বেলে নিতে হবে।

  5. 5

    এরপর চাটু তে তেল ছড়িয়ে ওই পরোটা গুলো একে একে ভেজে তুলে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rumpa Mandal
Rumpa Mandal @cook_19700319

মন্তব্যগুলি

Similar Recipes