দুধ সুক্তো (Doodh shukto recipe in Bengali)

Pinky Nath
Pinky Nath @cook_88886666
Kolkata

#ঠাকুরবাড়ির২০২১
ঠাকুর বাড়ির নিরামিষ রান্নার মধ্যে থেকে আজ আমি বেছে নিলাম দুধ শক্ত।

দুধ সুক্তো (Doodh shukto recipe in Bengali)

#ঠাকুরবাড়ির২০২১
ঠাকুর বাড়ির নিরামিষ রান্নার মধ্যে থেকে আজ আমি বেছে নিলাম দুধ শক্ত।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
5 জন
  1. 1 টিআলু
  2. 1 টি মাঝারি উচ্ছে
  3. 1/2 বেগুন অর্ধেক টুকরো
  4. 2 টিপটল
  5. 8 টিপেঁপে টুকরো
  6. 1 টিকাঁচা কলা
  7. 1/2 রাঙালু টুকরো
  8. 1/2 গাজর টুকরো
  9. 4 টিসজনে ডাঁটা ,
  10. ১/২ চা চামচ সর্ষে পোস্ত বাটা
  11. 1/2 চা চামচ পাঁচফোড়ন
  12. 1/2 চা চামচরাঁধুনি
  13. 1/2 চা চামচগোটা জিরে ,
  14. 1 টিশুকনো লঙ্কা
  15. 5 টেবিল চামচসর্ষের তেল
  16. 1/4 চা চামচহলুদ গুঁড়ো
  17. স্বাদ মত নুন
  18. 1/2 চা চামচআদা বাটা,
  19. 1 চা চামচচিনি
  20. 1 চা চামচঘি
  21. 8-10 টিবড়ি
  22. 1/2 কাপজল
  23. 1/2 কাপদুধ
  24. 1 চা চামচময়দা
  25. 1 চা চামচকাঁচা লঙ্কা বাটা

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে সব সবজি গুলি পরিষ্কার করে ধুয়ে লম্বা লম্বা টুকরো করে কেটে নিতে হবে। কাঁচা কলা গুলি সবশেষে একটু নুন হলুদ মিশানো জলে ভিজিয়ে রাখতে হবে এতে কাঁচা কলার রং কালো হবে না।

  2. 2

    এবার শুকনো কড়াইতে পাঁচফোড়ন, গোটা জিরে আর রাঁধুনি মিশিয়ে হালকা ড্রাই রোস্ট করে বেটে নিতে হবে।

  3. 3

    এবার কড়াইয়ে তেল গরম হওয়ার পর বড়ি গুলো ভেজে তুলে নিতে হবে তারপর শুকনো লঙ্কা ভেজে তুলে নিতে হবে।

  4. 4

    একই তেলে প্রথমে বেগুন তারপর উচ্ছে ভেজে তুলে নিতে হবে। একি তেলে আবার রাঁধুনি ফুরন দিয়ে একে একে করে আলু, রাঙ্গা আলু, পেঁপে, কাঁচা কলা, গাজর সজনে ডাঁটা আর পটল দিয়ে আন্দাজমতো নুন মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না সব সবজি গুলি নরম হয়ে আসে। 8 থেকে 10 মিনিটের মত সময় লাগবে।

  5. 5

    এই সময় পরিমাণমতো জল দিতে হবে যাতে করে সবজিগুলো সিদ্ধ হয়ে আসে। ড্রাই রোস্ট মসলার গুঁড়ো 1 চা চামচ মিশিয়ে দিতে হবে। কাঁচা লঙ্কা আর আদা বাটা মিশাতে হবে ।সরষে পোস্ত বাটা দিতে হবে আর ভালো করে নাড়া দিয়ে বড়ি, বেগুন আর উচ্ছে মিশাতে হবে।

  6. 6

    এবার হাফ কাপ দুধের মধ্যে 1 চা চামচ ময়দা মিশিয়ে ভালো করে ঘুলে নিতে হবে। এই মিশ্রণটি সবজিতে ঢেলে দিতে হবে। দুধে ময়দা মেশানো জন্য দুধ কেটে যাওয়ার ভয় থাকবে না। এবার সবকিছু নাড়া দিয়ে ঢাকা দিয়ে আরো 2 থেকে 3 মিনিটের মতন রান্না করে নিতে হবে।

  7. 7

    সবশেষে চিনি, ঘি, ভেজে রাখা শুকনো লঙ্কা আরো এক চা-চামচ ভাজা মসলা মিশিয়ে গ্যাসের সিম বন্ধ করে অল্প সময়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে।

  8. 8

    হয়ে গেল তৈরি আমাদের দুধ শক্ত।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Pinky Nath
Pinky Nath @cook_88886666
Kolkata

Similar Recipes