চিঁড়ের পোলাও (chirer pulao recipe in Bengali)

Mohua Ghosh
Mohua Ghosh @Mouha_7
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

  1. 150 গ্রাম চিঁড়ে
  2. 2টেবিল চামচ কাজু
  3. 1 টেবিল চামচ কাঁচা বাদাম
  4. 1 টেবিল চামচ কিসমিস
  5. পরিমাণ মতো কারি পাতা
  6. প্রয়োজন অনুযায়ীশুধু কাঁচা লঙ্কা কুচি
  7. 1/2 চা চামচ হলুদ গুঁড়ো
  8. স্বাদ অনুযায়ীনুন ও চিনি
  9. 1 টাপেঁয়াজ কুচি
  10. 1টেবিল চামচ রিফাইন্ড তেল
  11. 1টেবিল চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে করা গরম করে বাদাম কাজু কিসমিস কারি পাতা দিয়ে একটু ভেজে তুলে রাখতে হবে

  2. 2

    ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজতে হবে

  3. 3

    চিরে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে চিরে পেঁয়াজের মধ্যে কাঁচালঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে চিরে দিতে হবে

  4. 4

    চিরে একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা কারিপাতা বাদাম দিয়ে মিশিয়ে নিতে হবে

  5. 5

    ভাল করে মিশিয়ে ঝুরঝুরে করে হয়ে গেলে নামিয়ে নিতে হবে

প্রতিক্রিয়াগুলি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

মন্তব্যগুলি

দ্বারা রচিত

Mohua Ghosh
Mohua Ghosh @Mouha_7

Similar Recipes