এগ কষা (egg kosha recipe in Bengali)

সুতপা দত্ত
সুতপা দত্ত @sutapa_121983

এগ কষা (egg kosha recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৫ জন
  1. ৫ টাডিম
  2. ২টোপেঁয়াজ কুচি করা
  3. ২চা চামচআদা
  4. ৩চা চামচ টমেটো কুচি
  5. ১ চা চামচজিরা গুঁড়ো
  6. ১ চা চামচধনে গুঁড়ো
  7. স্বাদ মতলবণ
  8. ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  9. ১ চা চামচলঙ্কার গুঁড়া
  10. ৪ টে কাঁচা লঙ্কা চেরা
  11. ১/২ চা চামচগোটা জিরা
  12. ৫চা চামচতেল
  13. ২ চা চামচহলুদ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    ডিম গুলো ভালো করে সিদ্ধ করে নিয়ে ছুরি দিয়ে একটু গা গুলো চিরে হলুদ লবণ মাখিয়ে ভেজে নিতে হবে।

  2. 2

    এরপর কড়াইতে তেল দিয়ে গোটা জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে

  3. 3

    এর পর পরিমাণমতো লবণ দিয়ে নাড়াচাড়া করে বাদামি রঙের ভেজে নিতে হবে এর পর ওর মধ্যে টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে

  4. 4

    একে একে আদা বাটা,জিরে গুঁড়া, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে আর একটু চিনি দিয়ে কষাতে হবে

  5. 5

    ডিম দিয়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
সুতপা দত্ত

মন্তব্যগুলি

Similar Recipes