রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০মিনিট
৩জন
  1. ৩ টুকরোরুই মাছ
  2. ১টা পেঁয়াজ মাঝারি ধরনের
  3. ১টা ছোট টমেটো বাটা
  4. ৪কোয়া রসুন বাটা
  5. স্বাদ অনুযায়ীনুন ও চিনি
  6. ১/২চা চামচকরে হলুদ গুঁড়া, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  7. ১ চা চামচ করে জিরা গুঁড়া, ধনে গুঁড়া
  8. ১টাশুকনো লঙ্কা
  9. ১/২চা চামচগোটা জিরা
  10. ১/২কাপটকদই
  11. ৪-৫টা কাঁচা লঙ্কা
  12. ১/২ চা চামচআদা বাটা
  13. ৪-৫ টা কাজুবাদাম বাটা
  14. ১টেবিল চামচ চারমগজ বাটা
  15. ১/২চা চামচ গরম মসলা গুঁড়া
  16. পরিমাণ মতো সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

২০মিনিট
  1. 1

    মাছ নুন হলুদ মাখিয়ে সর্ষে তেল এ ভেজে নিতে হবে

  2. 2

    ঐ তেলেই শুকনো লঙ্কা, গোটা জিরা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু নুন দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে নুন হলুদ দিয়ে কষিয়ে নিয়ে জিরা গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে একটু কষিয়ে নিতে হবে।

  3. 3

    এবার কাজুবাদাম বাটা,চারমগজ বাটা, টকদই মিশিয়ে, সামান্য চিনি দিয়ে আরও খানিকটা নাড়াচাড়া করে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ।

  4. 4

    তেল ছেড়ে এলে আরও খানিকটা জল দিয়ে ভেজে রাখা মাছ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Tanushree Das Dhar
Siliguri West Bengal

মন্তব্যগুলি

Similar Recipes