সর্ষে পটল(Sorshe potol recipe in Bengali)

Saheli Dey Bhowmik
Saheli Dey Bhowmik @cook_25230915

সর্ষে পটল(Sorshe potol recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৩ জনের জন্য
  1. স্বাদ মতলবণ
  2. ১.৫ চা চামচ হলুদগুঁড়ো
  3. ৬ টা পটল
  4. ১ টা বড় পেঁয়াজ
  5. ১ টেবিল চামচ আদা ও রসুন বাটা
  6. ১ টা মাঝারি টমেটো
  7. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  8. ১/২ চা চামচ ধনেগুঁড়ো
  9. ১ চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  10. ৩ টে কাঁচালঙ্কা
  11. ২ টেবিল চামচ সর্ষে বাটা
  12. ২ টেবিল চামচ টক দই
  13. পরিমাণ মত সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে পটোলের খোসা ছাড়িয়ে মাঝখানে চিরে লবণ র হলুদ মাখিয়ে কিছুক্ষন রেখে হালকা করে ভেজে তুলে রাখতে হবে।

  2. 2

    তারপর কড়াইতে আরো কিছুটা তেল দিয়ে পেঁয়াজকুচি দিতে হবে। হালকা লাল হয়ে এলে আদা ও রসুন বাটা আর একে একে হলুদগুঁড়ো, জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো, লঙ্কাগুঁড়ো দিয়ে ২ মিনিট কষিয়ে কেটে রাখা টমেটো গুলো কড়াইতে দিয়ে স্বাদমতো লবণ আর কাঁচালঙ্কা দিতে হবে এবং ২/৩ মিনিট কষিয়ে নিতে হবে।

  3. 3

    তারপর সর্ষে আর কাঁচালঙ্কা একসঙ্গে বেঁটে সেটা কড়াইতে দিয়ে ১ মিনিট কষিয়ে টকদইটা দিয়ে আরো মিনিট দুয়েক কষিয়ে পটল গুলো দিয়ে আরেকটু কষিয়ে জল দিয়ে দিতে হবে। মিনিট ৫/৬ পরে জল কমে একদম মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Saheli Dey Bhowmik
Saheli Dey Bhowmik @cook_25230915

Similar Recipes