টমেটো বরফি(tomato barfi recipe in Bengali)

Minakshi Mahato
Minakshi Mahato @Minakshi_2

#আমারপ্রথমরেসিপি

আরও পড়ুন
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

30-35মিনিট
3 সারভিংস
  1. 300 গ্রামটমেটো
  2. 500 মিলি লিটারজল
  3. 60 গ্রামচিনি
  4. 500 গ্রামকর্নফ্লাওয়ার
  5. 1 চিমটিহলুদ ফুড কালার
  6. প্রয়োজন অনুযায়ীনারকেল গুঁড়ো
  7. পরিমাণ মতকাজু বাদাম

রান্নার নির্দেশ সমূহ

30-35মিনিট
  1. 1

    প্রথমে টমেটো গুলো মাঝ বরাবর এমন ভাবে কেটে নিতে হবে যাতে একটা দিক জোড়া লেগে থাকে

  2. 2

    এর পর 400ml এর মতো জল গ্যাস এ ভালো করে ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে এর পর ওই ফোটানো জলে টমেটো গুলো ডুবিয়ে 15মিনিট এর জন্য ঢেকে রেখে দিতে হবে

  3. 3

    15মিনিট পর জল থেকে তুলে টমেটো গুলো উপরের খোসা ছাড়িয়ে নিতে হবে

  4. 4

    খোসা ছাড়ানো হয়ে গেলে টমেটো গুলো মিক্সের মেশিন এর সাহায্যে পেস্ট বানিয়ে নিতে হবে

  5. 5

    অন্যদিকে একটি বাটিতে 100ml জল এ 50gm কর্ণফ্লাওয়ার গুলে রাখতে হবে

  6. 6

    এর পর গ্যাস ওভেন এ ননস্টিক এর পাত্রে চিনি ও টমেটোর পেস্ট একসাথে দিয়ে নাড়াচাড়া করতে হবে।মিশ্রণ টি ফুটে উঠলে তাতে এক চিমটি হলুদ ফুড কালার মিশিয়ে নিতে হবে।
    তারপর ধীরে ধীরে কর্ন্লাওয়ার গোলা জল ওই মিশ্রণ এ যোগ করে নাড়াচাড়া করতে হবে।
    3-4মিনিট নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিতে হবে।

  7. 7

    টিফিন বাটিতে তেল বা ঘি লাগিয়ে তাতে মিশ্রণ টি ঢেলে দিতে হবে
    কিছুক্ষন পর প্লেট এ বের করে বরফি র আকারে কেটে নিতে হবে

  8. 8

    এর পর বরফি গুলো কে নারকেল গুঁড়ো দিয়ে এপিঠ ওপিঠ করে ভালো করে মাখিয়ে নিতে হবে,উপরে একটি করে কাজু টুকরো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন

প্রতিক্রিয়াগুলি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

দ্বারা রচিত

Minakshi Mahato
Minakshi Mahato @Minakshi_2
https://youtu.be/KkD8K3iWOFg
আরও পড়ুন

Similar Recipes