টমাটো আলুর ভর্তা(tomato aloo bharta recipe in Bengali)

Sudarshana Ghosh Mandal
Sudarshana Ghosh Mandal @Sudarshana_cookworld

#রোজকারসব্জী
#টমাটো
#week2
টমাটো আলুর ভর্তা রেসিপিটি খুবই মুখরোচক আর সুস্বাদু।জলখাবার এ রুটির বা লুচির যসাথে খেতে ভীষন ভালো লাগে।

টমাটো আলুর ভর্তা(tomato aloo bharta recipe in Bengali)

#রোজকারসব্জী
#টমাটো
#week2
টমাটো আলুর ভর্তা রেসিপিটি খুবই মুখরোচক আর সুস্বাদু।জলখাবার এ রুটির বা লুচির যসাথে খেতে ভীষন ভালো লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৩ জন
  1. ২ টো সেদ্ধ আলু
  2. ১টি টমেটো
  3. ১টি পেঁয়াজকুচি
  4. ১ টেবিল চামচ আদা রসুন বাটা
  5. ২-৩ টে কাঁচালঙ্কা কুচানো
  6. ১/২ চা-চামচ কালোজিরা
  7. ১ চা চামচ জিরের গুঁড়ো
  8. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  9. ১/২ চা চামচ কাশ্মীরী লঙ্কার গুঁড়ো
  10. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  11. প্রয়োজন অনুযায়ীজল
  12. স্বাদ মতলবণ
  13. ১ চা চামচ কসুরি মেথি
  14. ১ টি শুকনো লঙ্কা
  15. ২ টেবিল চামচ সরিষার তেল

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    আলু দুটোকে প্রথমে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে।

  2. 2

    কড়ায়ে তেল গরম করে শুকনো লঙ্কা ও কালো জিরে ফোঁড়ন দিতে হবে।এরপর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। সামান্য পরিমাণে লবণ দিয়ে পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নেব এবার আদা-রসুনের পেষ্টটা মিলিয়ে দেব।এবার টমেটোকুচি আর লঙ্কা কুচি দিয়ে নেড়েচেড়ে একটু ঢেকে দেবো।

  3. 3

    এবার ঢাকা খুলে দেখবো টমেটো মশলার সাথে মিশে নরম হয়ে গেছে। এবার সমস্ত গুঁড়ো মশলা গুলি মিলিয়ে দেব।

  4. 4

    ভালো করে কষিয়ে নিয়ে ওই মসলার মধ্যে সেদ্ধ করে রাখা আলু গুলি হাত দিয়ে ভেঙে দিয়ে দেবো।মসলার সাথে আলুটি ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণমতো জল দিয়ে একটু ঢেকে দেবো।

  5. 5

    ঢাকা তুলে দেখব যে জলটি ফুটতে শুরু করেছে আঁচ বাড়িয়ে একটু শুকিয়ে নেব। এবার লবণ চেখে দেখে নেব ঠিক আছে নাকি।এবার কসৌরি মেথি ছড়িয়ে একটু ঢেকে দিয়ে ওভেন টি বন্ধ করে দেবো।ঢাকা সরিয়ে নমিয়ে নিয়ে পরিবেশন করব গরম রুটি বা লুচির সাথে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sudarshana Ghosh Mandal
Sudarshana Ghosh Mandal @Sudarshana_cookworld

Similar Recipes