আলু পরোটা(Aloo Porota recipe in Bengali)

Tutul Sar
Tutul Sar @cook_27647130

আলু পরোটা(Aloo Porota recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30-35মিনিট
3-4জন
  1. 500 গ্রামময়দা
  2. 150 গ্রামমতো সাদা তেল
  3. 2 টি মাঝারি আলু
  4. 1.5চা চামচ ভাজা মশলা (গোটা জিরে, গোটা ধনে শুকনো খোলায় ভেজে গুড়ো)
  5. 1/2 চা চামচ হলুদ গুঁড়ো
  6. 1 টিশুকনো লঙ্কা
  7. 1.5চা চামচ গরম মশলা গুঁড়ো
  8. 1 চিমটিহিং
  9. স্বাদ মত নুন, চিনি
  10. প্রয়োজন অনুযায়ী জল
  11. 1 চা চামচ আদা বাটা

রান্নার নির্দেশ সমূহ

30-35মিনিট
  1. 1

    প্রথমে আলু টুকরো করে কেটে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি।

  2. 2

    এরপর ময়দা ভালো করে চেলে নিয়ে নুন ও অল্প চিনি মিশিয়ে 40গ্রাম মতো সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়েছি।কিছুটা ময়দা হাতে করে মুঠো করে যখন দলা পাকিয়ে যায় তখন অল্প অল্প জল দিয়ে মেখে ডো বানিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি।

  3. 3

    অন্যদিকে কড়াইয়ে 1চা চামচ তেল গরম তাতে হিং,শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে আদাবাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ম্যাশ করা আলু টা দিয়ে তাতে সব গুড়ো মশলা,নুন,চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পুরটা নামিয়ে ঠাণ্ডা করে নিয়েছি।

  4. 4

    এবার ময়দার ডো থেকে লেচি কেটে তাতে আলুর পুর ভরে চৌকো করে বেলে নিয়ে ছি।

  5. 5

    এবার কড়াই গরম করে পরোটার দুপিঠ সেঁকে নিয়ে তেল ছড়িয়ে ভালো করে ভেজে নিয়ে আলু ভাজার সাথে পরিবেশন করেছি "আলু পরোটা"

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tutul Sar
Tutul Sar @cook_27647130

Similar Recipes