পাইন এ্যাপেল চিকেন (pineapple chicken recipe in Bengali)

Amrita Dutta Das
Amrita Dutta Das @amrita_thecook2021
Kolkata

পাইন এ্যাপেল চিকেন (pineapple chicken recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20/25 মিনিট
4 জন
  1. উপকরণ :
  2. 500বোনলেস চিকেন
  3. 1 কাপপাইন অ্যাপেল (ডুমো করে কাটা)
  4. 1 কাপপাইন অ্যাপেল জ্যুস - (মিক্সি তে পেস্ট করে ছেকে নেব)
  5. 1 টিডিম
  6. 1 টেবিল চামচরসুন বাটা
  7. 1টেবিল চামচরসুন কুচি
  8. 1 চা চামচআদা বাটা
  9. 1 টিপেঁয়াজ (ডুমো করে কাটা)
  10. 1 টিক্যাপ্সিকাম (ডুমো করে কাটা)
  11. 1 টি লাল বেল পেপার (ডুমো করে কাটা)
  12. 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি
  13. 1/2 চা চামচকাচা লঙ্কা বাটা
  14. 1/2 চা চামচলাল লঙ্কা গুঁড়ো
  15. 1/2 চা চামচগোল মরিচ গুঁড়ো
  16. 1 টেবিল চামচসয়া সস
  17. 1টেবিল চামচহট্ গারলিক টমেটো সস
  18. 1 চা চামচভিনিগার
  19. 1 টেবিল চামচকর্ণ ফ্লাওয়ার
  20. 2 টেবিল চামচ ময়দা
  21. স্বাদ মতনুন / চিনি
  22. প্রয়োজন অনুযায়ীসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

20/25 মিনিট
  1. 1

    চিকেন এর পিসগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তার মধ্যে ডিম, রসুন,আদা,কাঁচা লঙ্কা বাটা, লঙ্কা গুঁড়ো, গোল মরিচ গুঁড়ো দু রকম সস, ভিনিগার, কর্ন ফ্লাওয়ার,ময়দা,নুন,চিনি সব একসাথে মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে 2.30/3 ঘন্টা ।

  2. 2

    এরপর একটা প্যান এ সাদা তেল গরম করে চিকেন এর পিসগুলো লাল করে ভেজে তুলে নিতে হবে। ওই তেলে অল্প চিনি দেবো। চিনি টা একটু লাল হয়ে এলে তার মধ্যে রসুন ও কাঁচা লঙ্কা কুচি লাল করে ভেজে একে একে ডুমো করে কাটা সবজি ও পাইন এপেল এর পিসগুলো দিয়ে পাচ মিনিট মতো ভেজে নিতে হবে।

  3. 3

    এবার একটা বাটিতে সয়া সস্, ভিনিগার, টমেটো সস, কর্ন ফ্লাওয়ার,নুন জল দিয়ে গুলে কড়াইতে ঢেলে চিকেন এর পিসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে আনারস থেকে বের করা জুস্ টা দিয়ে একটু আচ কমিয়ে পাচ মিনিট রেখে গ্যাস বন্ধ করে দেব।

  4. 4

    এবার গ্যাস থেকে নামিয়ে নিজের মতো করে পরিবেশন করুন।

  5. 5

    তৈরি আমাদের পাইন এ্যাপেল চিকেন বা আনারসী মুরগী

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Amrita Dutta Das
Amrita Dutta Das @amrita_thecook2021
Kolkata

মন্তব্যগুলি (3)

Similar Recipes