চিলি চিকেন (Chilli chicken recipe in bengali)

Anjana Mondal
Anjana Mondal @cook_25804448

#রোজকারসব্জী
#ক্যাপ্সিকাম
#week 4

চিলি চিকেন (Chilli chicken recipe in bengali)

#রোজকারসব্জী
#ক্যাপ্সিকাম
#week 4

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 300 গ্রামবোনলেস চিকেন
  2. 4 টেবিল চামচপেঁয়াজ বাটা
  3. 1/2 টেবিল চামচরসুন বাটা
  4. 2টেবিল চামচআদা বাটা
  5. মাঝারি আকারেরক্যাপ্সিকাম
  6. 1 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো
  7. 1 চা চামচধনে গুঁড়ো
  8. 1 চা চামচজিরে গুঁড়ো
  9. স্বাদমতোনুন
  10. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  11. 1/2 চা চামচআ্যরারুট
  12. 1 চা চামচটমেটো সস
  13. 1টেবিল চামচসয়া সস
  14. 1 চা চামচচিলি সস
  15. প্রয়োজন মতো সাদা তেল
  16. 2 টোমাঝারি আকারের পেঁয়াজ কিউব করে কাটা
  17. পরিমাণ মতোগোটা গরম মশলা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে চিকেন ছোটো ছোটো টুকরো করে ধুয়ে 1/2 ঘন্টা ভিনিগার মাখিয়ে রেখেছি

  2. 2

    তার পর ওতে 2 চামচ পেঁয়াজ বাটা, এক চামচ আদা বাটা, এক চামচ রসুন বাটা, 1 চামচ হলুদের গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো,আ্যরারুট দিয়ে ভালো করে মেখে পকোড়া আকারে সাদা তেল এ ভেজে তুলে রেখেছি।

  3. 3

    এবার ঐ তেল এ ক্যাপ্সিকাম টুকরো ও কিউব আকারের কাটা পেঁয়াজের টুকরো ভেজে নিয়েছি

  4. 4

    এবার তেলের ওপর গোটা গরম মশলা দিয়ে বাকি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে কষিয়ে নিয়ে ছি

  5. 5

    এবার নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, টমেটো সস, চিলি সস, সয়া সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অল্প জল দিয়েছি

  6. 6

    ভালো করে ফুটে উঠলে ভেজে রাখা চিকেন দিয়েছি। আবার ও ফুটে উঠলে 1 চামচ আ্যরারুট জলে গুলে ওর মধ্যে দিয়েছি।

  7. 7

    কিছু ক্ষণ ফুটে ঝোল ঘন মালামাখা হলে গ্যাস অফ করে ঢেকে রেখে কিছু ক্ষণ পর পরিবেশন করেছিলেন চিলি চিকেন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Anjana Mondal
Anjana Mondal @cook_25804448

মন্তব্যগুলি

Similar Recipes