ক্যাপ্সিকাম ডিম ধোঁকা কারি (Capsicum dim dhoka curry recipe in Bengali)

Madhuchhanda Guha
Madhuchhanda Guha @Madhur_Rasanaloy
Bengaluru

#রোজকারসব্জী
#ক্যাপ্সিকাম
#Week4

ক্যাপ্সিকাম ডিম ধোঁকা কারি (Capsicum dim dhoka curry recipe in Bengali)

#রোজকারসব্জী
#ক্যাপ্সিকাম
#Week4

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
3 জন
  1. 4 টিডিম
  2. 1 টিবড় সাইজের ক্যাপ্সিকাম
  3. 1 টিপেঁয়াজ কুচি
  4. 1 চা চামচআদা বাটা
  5. 1 চা চামচরসুন বাটা
  6. 1 চা চামচরসুন কুচি
  7. 1 চা চামচআদা কুচি
  8. 1 টিটমেটো
  9. 1/4 কাপপেঁয়াজ বাটা
  10. স্বাদমতোলবণ
  11. 1/3 চা চামচহলুদ গুঁড়ো
  12. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  13. পরিমাণমতোতেল
  14. 1টেবিল চামচ মিহি ক্যাপ্সিকাম কুচি
  15. 1/2 চা চামচগরম মসলা গুঁড়ো
  16. 2 টিকাঁচা লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    ক্যাপ্সিকাম বড় টুকরো করে কেটে নিতে হবে। পেঁয়াজ কুচি করে কেটে নিতে হবে।

  2. 2

    ডিম ফাটিয়ে নিয়ে, পেঁয়াজ কুচি আদা রসুন কুচি মিহি ক্যাপ্সিকাম ও লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে ভাপিয়ে নিতে হবে।

  3. 3

    ভাপানো ডিম টুকরো করে কেটে নিয়ে, ভেজে নিতে হবে।

  4. 4

    তেলে পেঁয়াজ বাটা ও আদা রসুন বাটা দিয়ে ভাজতে হবে। এবার এতে টমেটো কুচি ও গুঁড়ো মসলা দিয়ে কষিয়ে নিয়ে বড় টুকরো করে কেটে রাখা ক্যাপ্সিকাম দিয়ে কষাতে হবে।

  5. 5

    ভালো করে কষিয়ে নিয়ে এতে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দিতে হবে।

  6. 6

    মিনিট কয়েক পরে ভেজে রাখা ডিমের টুকরো দিয়ে মিনিট পাঁচেক ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল ক্যাপ্সিকাম ডিম ধোঁকা কারি।

  7. 7

    গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে ক্যাপ্সিকাম ডিম ধোঁকা কারি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Madhuchhanda Guha
Madhuchhanda Guha @Madhur_Rasanaloy
Bengaluru

Similar Recipes