এগ ক্যাপ্সিকাম কারি (egg capsicum curry recipe in Bengali)

Tapati Chakraborty
Tapati Chakraborty @Tapati_21

#রোজকারসব্জী
#ক্যাপ্সিকাম
#week4

এগ ক্যাপ্সিকাম কারি (egg capsicum curry recipe in Bengali)

#রোজকারসব্জী
#ক্যাপ্সিকাম
#week4

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 টা বড় ক্যাপ্সিকাম
  2. 1 টা বড়+2 টোবড় ছোট পেঁয়াজ
  3. 1 চা চামচআদা বাটা
  4. 1 চা চামচরসুন বাটা
  5. 12 চা চামচধনের গুঁড়ো
  6. 1/2 চা চামচজিরা গুঁড়ো
  7. 1/2 চা চামচলঙ্কার গুঁড়ো
  8. 1 চা চামচকাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  9. 1 টাডিম
  10. 3 টেবিল চামচ দই
  11. 1 চা চামচ হলুদ গুঁড়ো
  12. স্বাদ মতনুন
  13. 1/2 চা চামচগরম মশলা
  14. 1/2 চা চামচগোটা জিরে
  15. 1 টাশুকনো লঙ্কা
  16. পরিমাণ মততেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে একটা পাত্রে তিন চামচ টক দই এর মধ্যে জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মসলা, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে

  2. 2

    কড়াইতে সাদা তেল দিয়ে বড় করে কাটা ক্যাপ্সিকাম ও পেঁয়াজ ভেজে নিতে হবে

  3. 3

    ঐ তেলের মধ্যেই জিরে, শুকনো লঙ্কা ফোঁড়ন দিতে হবে। আদা বাটা রসুন বাটা দিয়ে কষিয়ে নিতে হবে

  4. 4

    এরপর ঐ টক দইয়ের মিশ্রণটি তেলের মধ্যে ঢেলে দিতে হবে।

  5. 5

    অন্যদিকে রোজকারের মত-ই একটা ডিমের অমলেট বানিয়ে নিয়ে ছোট ছোট চৌকো আকৃতির টুকরো করে নিতে হবে।

  6. 6

    তার পর কড়াইতে সবজি সিদ্ধ হলে এবং পাশ থেকে তেল বেরিয়ে এলে তার মধ্যে ডিমের টুকরোগুলো দিয়ে দিতে হবে।

  7. 7

    উপর দিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলে রেডি হয়ে যাবে গরম গরম ক্যাপ্সিকাম কারী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Tapati Chakraborty

মন্তব্যগুলি

Similar Recipes