সয়া চিলি( soya chilli recipe in Bengali

Saheli Ghosh
Saheli Ghosh @sahelighosh

সয়া চিলি( soya chilli recipe in Bengali

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
তিন জন
  1. ৫০ গ্রাম সোয়াবিন
  2. ১ কাপ কর্ণ ফ্লাওয়ার
  3. ২ টো ডিম
  4. ২ চা চামচ লঙ্কার গুঁড়ো
  5. ২ টো +১ টা পেঁয়াজ, আলু ডুমো ডুমো করে কাটা
  6. ২ টো ক্যাপসিকাম বড়ো করে কাটা
  7. ১/২ কাপটমেটো সস
  8. ১/২ কাপচিলি সস
  9. ২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  10. ১/২ কাপসাদা তেল
  11. ২ টো শুকনো লঙ্কা (সাজানোর জন্য)
  12. ৪-৫ টি রসুন
  13. ৮-১০ টি কারিপাতা

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে সোয়াবিন গুলোকে গরম জলে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখতে হবে।

  2. 2

    সোয়াবিন ও দুমো করে কাটা আলুর সঙ্গে ফেটানো ডিম, কনফ্লোয়ার, নুন মিশিয়ে সেগুলিকে সাদা তেলে ভেজে নিতে হবে ।

  3. 3

    একটা পাত্রে হাফ কাপ টমেটো সস ও এক কাপ সয়া সস মিক্সড করে রাখতে হবে।

  4. 4

    এবার কড়াইতে সাদা তেল গরম করে রসুন কুচি,৪-৫ টা কারি পাতা ভেজে নিতে হবে। বড়ো সাইজ করে কাটা পেয়াজ ও ক্যাপসিকাম একটু ভেজে নিতে হবে।

  5. 5

    এবার মিক্সড সস ও দু চামচ লঙ্কার গুড়ো কড়াইতে দিতে হবে। কিছুটা ফোটানোর পরে ভাজা সোয়াবিন গুলো দিয়ে দিতে হবে । পরিমাণ মতো দিতে হবে।

  6. 6

    সোয়াবিন গুলো সেদ্ধ হলে গোলমরিচ গুড়ো দিয়ে নামিয়ে নিতে হবে। এবার কারিপাতা ও শুকনো লঙ্কা দিয়ে সাজিয়ে নিলেই পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে গরম গরম "সয়া চিলি"।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Saheli Ghosh
Saheli Ghosh @sahelighosh

মন্তব্যগুলি (6)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
রেসিপিটা বেশ ভালো লাগলো🌺
উপস্থাপনাও বেশ ছিমছাম🚀
🍬
আমার রেসিপি গুলো সময় পেলে দেখে লাইক দিতে পারেন আর পছন্দ হলে অনুসরণ দেবেন।🌷

Similar Recipes