ম্যাঙ্গো প্যাড়া (mango peda recipe in Bengali)

Moumita Biswas
Moumita Biswas @cook_30823087

#পছন্দেররেসিপি
#sunanda

ম্যাঙ্গো প্যাড়া (mango peda recipe in Bengali)

#পছন্দেররেসিপি
#sunanda

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৫জন
  1. 1 টি বড় আম
  2. 200 গ্রাম গুঁড়ো দুধ
  3. 1 .5 চা চামচঘি
  4. 50 এম এল দুধ
  5. 50 এম এলচিনি

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে কম এর কাথ বার করে নিতে হবে।

  2. 2

    কড়াইয়ে ঘি লিকুইড দুধ চিনি একসঙ্গে দিয়ে নেড়ে নিতে হবে।
    তাতে আমের কাথ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর গুঁড়োদুধ অ্যাড করতে হবে।
    সবগুলি একসাথে ম্স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে ক্রমাগত নাড়তে হবে। স্প্যাচুলা নাড়ানো বন্ধ করা যাবে না।

  3. 3

    10 মিনিট নাড়ার পর, মিশ্রনটা অনেকটা ঘন হয়ে আসবে। একটু একটু ঘি ছাড়বে মিশ্রণ থেকে।
    এরপর গ্যাস বন্ধ করে দিতে হবে।

  4. 4

    প্যাড়ার মিশ্রণটি একটি পাত্রে ঢেলে 5 মিনিটের জন্য বাটি দিয়ে চাপা দিয়ে রাখতে হবে।

  5. 5

    5 মিনিট পর একটু মিশ্রন আলাদা করে তাতে সবুজ রঙ মাখিয়ে নিতে হবে। ফুড কালার।
    বাকি মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে আমের আকৃতি করতে হবে। ভোটার জন্য একটি করে লবঙ্গ ব্যবহার করবে। এবং সবুজ রং এর মিশ্রণ থেকে পাতা আকৃতি বানিয়ে ব্যান্ডের উপরে জুড়ে দিতে হবে।

  6. 6

    এভাবেই তৈরি হয়ে যাবে ম্যাংগো প্যাড়া🥭

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Moumita Biswas
Moumita Biswas @cook_30823087

Similar Recipes