প্রণ এবি ফ্রাই (Prawn AB fry recipe in Bengali)

Moumita Mitra
Moumita Mitra @Moumita_Mitra

#Sarekahon
একটু বড়ো সাইজের চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে । তারপর প্রথমে ময়দায় কোট করে, ডিমে ডুবিয়ে ব্রেড ক্রামস্ লাগিয়ে ডুবো তেলে ভাজলেই তৈরী। খুবই চটপট তৈরী হয়ে যাওয়া মুখরোচক snacks। (ডিম টা গোলার সময় নুন দিতে কেউ ভুলো না যেন) 🙂👍

প্রণ এবি ফ্রাই (Prawn AB fry recipe in Bengali)

#Sarekahon
একটু বড়ো সাইজের চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে । তারপর প্রথমে ময়দায় কোট করে, ডিমে ডুবিয়ে ব্রেড ক্রামস্ লাগিয়ে ডুবো তেলে ভাজলেই তৈরী। খুবই চটপট তৈরী হয়ে যাওয়া মুখরোচক snacks। (ডিম টা গোলার সময় নুন দিতে কেউ ভুলো না যেন) 🙂👍

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15 মিনিট
তিন জনের
  1. ২৫০ গ্রামচিংড়ি মাছ
  2. ২ টো ডিম
  3. স্বাদমতোনুন
  4. ১/২ কাপময়দা
  5. পরিমাণ মতোব্রেড ক্রামস্
  6. পরিমাণ মথতেল

রান্নার নির্দেশ সমূহ

15 মিনিট
  1. 1

    মাছ ভালো করে ধুয়ে নিয়ে জল ঝড়িয়ে নিতে হবে।

  2. 2

    একটা প্লেটে ময়দা, একটা প্লেটে ডিম গোলা, একটা প্লেটে ব্রেড ক্রামস্ তৈরী রাখতে হবে।

  3. 3

    তেল গরম হলে প্রথমে ময়দা, তারপর ডিম, এবং ব্রেড ক্রামস্ লাগিয়ে ডুবো তেলে ভাজতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Moumita Mitra
Moumita Mitra @Moumita_Mitra

মন্তব্যগুলি (2)

Similar Recipes