আতপ চাল মুগ ডালের খিচুড়ি (Atop chal moong khichuri recipe in Bengali)

Satabdi Ghosh
Satabdi Ghosh @2206950food

আতপ চাল মুগ ডালের খিচুড়ি (Atop chal moong khichuri recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৫ জন
  1. ২ কাপ আতপ চাল
  2. ১ কাপ মুগ ডাল
  3. পরিমাণ মতোঅল্প পরিমাণে মটরশুঁটি
  4. ১ টা টমেটো
  5. ২ চা চামচ আদা বাটা
  6. ১ চা চামচ জিরে বাটা
  7. ২ চা চামচকাঁচা লঙ্কা বাটা
  8. ২ টো তেজপাতা
  9. স্বাদমতোচিনি
  10. স্বাদমতোলবণ
  11. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  12. ৫-৬ চা চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে আতপ চাল ও মুগ ডাল টা ভালো করে ধুয়ে নিয়ে শুকিয়ে নিন ।

  2. 2

    তার পর হাঁড়িতে ঘি দিয়ে প্রথমে তেজপাতা দিয়ে দিন তার পর একে একে আদা বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা দিয়ে একটু ভেজে নিয়ে তার পর তাতে আতপ চাল ও মুগ ডাল টা দিয়ে ভালো করে ভেজে নিন এরপরে তাতে টমেটো কুচি ও মটরশুঁটি দিয়ে জল দিয়ে দিন ।

  3. 3

    এর পর সব সেদ্ধ হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন ।

  4. 4

    তার পর গরম গরম পরিবেশন করুন ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Satabdi Ghosh
Satabdi Ghosh @2206950food
আমি রান্না করতে খুব ভালবাসি। আর নতুন নতুন রান্না করে সবাইকে খাওয়াতে খুব ভালবাসি ।
আরও পড়ুন

Similar Recipes