ইনস্ট্যান্ট জিলিপি (Instant jilipi recipe in Bengali)

Sadiya yeasmin
Sadiya yeasmin @Sadiya_yeamin

#pb1
#week4
দেখতে প্যাঁচালো বানাতে নয়,খুব সহজেই বানানো যায় জিলিপি।

ইনস্ট্যান্ট জিলিপি (Instant jilipi recipe in Bengali)

#pb1
#week4
দেখতে প্যাঁচালো বানাতে নয়,খুব সহজেই বানানো যায় জিলিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

10 মিনিট
3 জন
  1. 1/4 কাপপানি
  2. 1 কাপচিনি
  3. 1/2 চা চামচএলাচ গুঁড়ো
  4. 1/2 কাপময়দা
  5. 1টেবিল চামচ কর্নফ্লাওয়ার
  6. 1/2 চা চামচফুড কালার
  7. 1/4 চা চামচবেকিং সোডা

রান্নার নির্দেশ সমূহ

10 মিনিট
  1. 1

    একটি পাত্রে এক কাপ চিনি নিয়ে নিতে হবে। চিনির ওপর 1-4 কাপ পানি দিয়ে দিয়ে গ্যাস জ্বালিয়ে চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।চিনি গলে আসলে তাতে এক চিমটে এলাচ গুঁড়ো দিতে হবে। জিলিপির জন্য সিরা তৈরি।

  2. 2

    জিলিপির ব্যাটার বানাতে একটি বড় পাত্রে 1 কাপ ময়দা,1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার,অল্প একটু ফুড কালার এবং 1 টেবিল চামচ টক দই একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।1/4 কাপ পানি দিয়ে ব্যাটার টাকে চামচ থেকে গড়িয়ে পড়বে এরকম ঘনত্ব এর বানিয়ে নিতে হবে। ঠিক ঘনত্বের হয়ে এলে তাতে 1/4 চা চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে।

  3. 3

    ফ্রাইং প্যানে তেল গরম করে নিতে হবে ।গরম তেলে এক চামচ ঘি দিতে হবে।এই পর্যায়ে জিলিপির জন্য তৈরি ব্যাটার টিকে সসের খালি বোতল ঢুকিয়ে নিতে হবে।

  4. 4

    গরম তেল এ জিলিপির মত আকার দিয়ে ভেজে নিতে হবে।ভাজা হয়ে গেলে হালকা গরম সিরার মধ্যে দিয়ে 1 মিনিট মত রেখে তুলে সার্ভ করে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sadiya yeasmin
Sadiya yeasmin @Sadiya_yeamin

Similar Recipes